উদ্বাস্তুদের দিয়ে রাজ্যে মোদী-শাহকে সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা রাজ্য বিজেপির

নাগরিকত্ব সংশোধনী বিল লোকসভায় পাশ হয়ে গিয়েছে । আগামিকালই তা আবার পেশ হচ্ছে রাজ্যসভায়৷ এরফলে বাংলায় বসবাসকারী শরণার্থীদের নাগরিকত্ব পাওয়ার পথ সুগম হচ্ছে বলেই মনে করছে রাজ্য বিজেপি ৷ তাই এবার উদ্বাস্তুদের দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে সংবর্ধনা দেওয়ার কথা ভাবছে বলে রাজ্য বিজেপি সূত্রে খবর।

গতলোকসভা ভোটের সময় প্রচারে নেমে নাগরিকপঞ্জির দাবিতে সরব হতে দেখা গিয়েছিল বিজেপিকে। তখন বিজেপি নেতারা বারবার দাবি করেছিলেন, বাংলাদেশ থেকে আগত হিন্দু উদ্বাস্তুদের কোনও ভাবেই তাড়ানো হবে না।

বিশেষত মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার ব্যাপারে প্রতিশ্রুতিও দেওয়া হয়েছিল। তার সুফলও বিজেপি পেয়েছিল গত লোকসভা ভোটে। মতুয়া ভোটের সিংহভাগই সরে এসেছিল গেরুয়া শিবিরে। এবার নাগরিকত্ব দেওয়ার প্রতিশ্রুতি পালনের পালা আর দেখা গিয়েছে বিজেপি তা পালনে যথেষ্টই সিরিয়াস৷ তাই এবার উদ্বাস্তু শরনার্থীদের দিয়ে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে রাজ্যে জন-অভিনন্দন জানানোর এক কর্মসূচির পরিকল্পনা করেছে রাজ্য বিজেপি দফতর৷

তৃণমূল কংগ্রেস-সহ বিরোধীরা সম্প্রতি প্রচার করেছে, এনআরসি মাধ্যমে রাজ্য বা দেশছাড়া করা হবে। আর তাতে এক প্রকার আতঙ্ক সৃষ্টি হয়েছিল এ রাজ্যের মানুষের মধ্যে৷ যার প্রতিফলণ পাওয়া গিয়েছে সম্প্রতি রাজ্যে হওয়া তিনটি বিধানসভা উপ নির্বাচনে৷ সেখানে তিনটি আসনের একটিতেও বিজেপি জেতেনি উল্টে সবকটি আসনেই তৃণমূল জয়ী হয়৷

এবার এই নাগরিকত্ব বিল এনে ফের জনগণের মধ্যে আস্থা আনার চেষ্টা করছে বিজেপি৷ যদিও এই বিলের বিরোধিতা করছে তৃণমূল কংগ্রেস, সিপিএম সহ বিরোধী দলগুলি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.