কাজিরাঙা জাতীয় অভয়ারণ্যের বন্যাকবলিত অঞ্চল ঘুরে দেখলেন অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। জানালেন, কর্মীরা অভয়ারণ্যের পশুদের সুরক্ষার জন্য নিবেদিত। এখনও পর্যন্ত রাজ্যে বন্যার জন্য আশি জন প্রাণ হারিয়েছেন।
এএনআই
কাজিরাঙা জাতীয় অভয়ারণ্যের বন্যাকবলিত অঞ্চল ঘুরে দেখলেন অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। জানালেন, কর্মীরা অভয়ারণ্যের পশুদের সুরক্ষার জন্য নিবেদিত। এখনও পর্যন্ত রাজ্যে বন্যার জন্য আশি জন প্রাণ হারিয়েছেন।
এএনআই
Assam CM Sarbananda Sonowal visits flood affected areas of Kaziranga National Park. He says, "The staff of the national park are committted towards the safety of the animals here. So far, more than 80 people have lost their lives due to flood, erosion & landlslides in the state". pic.twitter.com/mU9yo8VblD
— ANI (@ANI) July 16, 2020
Designed using Magazine Hoot. Powered by WordPress.