সাত মাসের মধ্যে সবচেয়ে বড় এনকাউন্টার, অফিসার সহ শহিদ ৪ সেনা

জম্মু কাশ্মীরের কুপওয়ারা জেলায় ফের জঙ্গিদের সংঘর্ষে ভারতীয় সেনা। দুপক্ষের এই গুলির লড়াইয়ে শহিদ হয়েছেন এক সেনা অফিসার ও আরও ৩ জন সেনা জওয়ান। এদের মধ্যে একজন বিএসএফ কনস্টেবলও রয়েছেন।

একই সঙ্গে ইতিমধ্যেই তিন জঙ্গিকে নিকেশ করা হয়েছে বলে খবর মিলেছে। উত্তর কাশ্মীরের মাছিল সেক্টরে এখনও অপারেশন চলছে বলে জানা গিয়েছে। এপ্রিলের পর থেকে জম্মু কাশ্মীরে এটাই সবচেয়ে বড় এনকাউন্টার বলে জানা যাচ্ছে।

এলওসি-র কাছে সন্দেহজনক মুভমেন্ট নজরে পড়তেই অনুপ্রবেশকারীদের চ্যালেঞ্জ করে সেনা ও বিএসএফ। এরপরেই শুরু হয় গুলির লড়াই। শহিদ হন এক বিএসএফ কনস্টেবল।

আরও পড়ুন- সীমান্তে আর সংঘর্ষ নয়, স্থিতাবস্থা বজায় রাখতে সম্মত ভারত-চিন

বর্ডার সিকিউরিটি ফোর্স সূত্রে খবর, মাছিল সেক্টরে অপারেশন চলার সময়ে কনস্টেবল সুদীপ সরকার প্রাণ হারিয়েছেন। ভারতীয় সেনাও বিএসএফ-এর সঙ্গে যৌথ ভাবে কাজ করছে। অপারেশন এখনও চলছে।

উল্লেখ্য, এর আগে শুক্রবারও জঙ্গিদমনে সাফল্য পায় ভারতীয় সেনা। আচমকা সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে জঙ্গিরা। অবস্থান পাল্টে নিরাপত্তাকর্মীদের লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে জঙ্গিরা। আত্মসমর্পণের কথায় কান না দিয়ে লাগাতার হামলা চালায় জঙ্গিরা। জঙ্গিদের পাল্টা জবাব দেয় সেনা। সেনার গুলিতে নিহত হয় এক জঙ্গি। তবে গোলাগুলির মধ্যে এলাকা ছেড়ে চম্পট দেয় আরও বেশ কয়েকজন জঙ্গি।

তাদের খোঁজে এলাকায় জোরদার তল্লাশি চালায় সেনা। তবে ওই জঙ্গিরা কোন সংগঠনের সঙ্গে যুক্ত তা শেষপর্যন্ত জানা যায়নি বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.