“সব মূর্তি সরালে, তবেই একমাত্র আল্লাহ থাকবে,” বিতর্কিত মন্তব্য করা ফৈয়াজের বিরুদ্ধে সোচ্চার কানপুর আইআইটির ফ্যাকাল্টি

“সব মূর্তি সরালে, তবেই একমাত্র আল্লাহ থাকবে,” বিতর্কিত মন্তব্য করা ফৈয়াজের বিরুদ্ধে সোচ্চার কানপুর আইআইটির ফ্যাকাল্টি

১৭ই ডিসেম্বর কানপুর আইআইটির ওপেন থিয়েটার স্পেসের একটি জমায়েত | জমায়েত হয়েছিল জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের পুলিশের প্রবেশ ও তারপর বিক্ষোভরত পড়ুয়াদের সঙ্গে খণ্ডযুদ্ধের প্রতিবাদ স্বরূপ| সেই জমায়েত গোল করে ঘিরে রেখেছে একটি ছেলেকে | একমউ দাড়ি ছেলেটির হাতে একটি মোবাইল | তাতে লেখা কিছু কবিতা | বলা ভালো উর্দু সায়েরি| তার কিছু অংশই অত্যন্ত বিতর্কিত মনে হয় কানপুরের ফ্যাকাল্টি ডঃ ভাসি শর্মার | তখনই ওই জমায়েতের ও ওই ছেলেটির পড়া কবিতার অংশ সহ একটি ভিডিও ও একটি চিঠি প্রতিষ্ঠানের ডিরেক্টরের কাছে পাঠান |

জানা যায় ,ছেলেটির নাম ফৈয়াজ | ফৈয়াজের পড়া কবিতার যে অংশ নিয়ে বিতর্ক সেখানে সে বলছে,অন্য সব দেব-দেবীর মূর্তি সরিয়ে দিলে ,তবেই একমাত্র আল্লাহর নাম থাকবে | এই লব্জ বলার পরেই ক্যাম্পাসে থাকা পড়ুয়াদের একাংশকে রে রে করে তেড়ে যেতে দেখা যায় ফৈযাজের দিকে | পুলিশ তাদেরকে আটকে দিলেও | তারা মুখে বলতে থাকে এই কথাগুলো তারা মানছে না | কেন এই কথাগুলো বলার অনুমতি দিচ্ছে পুলিশ,প্রশ্ন করেন এর বিরুদ্ধে আওয়াজ করা পড়ুয়ারা |

তারাও ওই প্রতিষ্ঠানের ফ্যাকাল্টির মতই এই মন্তব্যকে ভারতবিরোধী সাম্প্রদায়িক তকমা দিতে থাকে| এই ঘটনায় কানপুর আইআইটির ফ্যাকাল্টি ভাসি শর্মার মত আরও ১৫জন পড়ুয়ার সাক্ষরিত চিঠি ডিরেক্টরের কাছে জমা পড়ার পর থেকেই তাদেরকে শাসানোর অভিযোগ তুলে নিরাপত্তার আর্জি জানিয়েছেন ওই শিক্ষক ও পড়ুয়ারা | যদিও প্রতিষ্ঠানের ডিরেক্টর এই ছাত্রটির বিরুদ্ধে আইনি পদক্ষেপ করার আশ্বাস দিয়েছেন |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.