অন্ধ্র প্রদেশে হিন্দুদের ধর্মস্থানের ওপর হামলার ঘটনা অব্যাহত। পূর্বে মন্দিরে হামলা, আগুন দেওয়া এবং রথ পুড়িয়ে দেওয়ার মতো ঘটনা ঘটেছে। এবার পূর্ব গোদাবরী জেলার এক মন্দিরে হামলার ঘটনা ঘটলো।
প্রাপ্ত খবর অনুযায়ী, পূর্ব গোদাবরী জেলার লাচিপেলাম গ্রামের শ্রী হনুমান মন্দিরে হামলা চালায় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। গত বৃহস্পতিবার রাতে ওই হামলার ঘটনা ঘটে। ওই দুষ্কৃতীরা বেদিতে স্থাপিত শ্রী হনুমানের মুর্তিটিকে ভেঙে ফেলে দেয়। পরেরদিন সকালে স্থানীয় হিন্দুরা ভাঙা মূর্তি দেখতে পায়। যার ফলে এলাকায় উত্তেজনা ছড়ায়। খবর যায় পুলিসে। তাঁরা পুরো ঘটনাস্থল ঘুরে দেখে দুষ্কৃতীদের দ্রুত গ্রেপ্তার করার আশ্বাস দেন। তবে তাতে শান্ত হয়নি ক্ষুব্ধ জনতা।
https://twitter.com/RNagothu/status/1318793488796774400?s=20
মন্দিরে হামলার ঘটনার প্রতিবাদে সরব হয়েছে রাজ্য বিজেপি। বিজেপি সম্পাদক রমেশ নাইড়ু নাগথু মন্দিরের হামলার ঘটনার প্রতিবাদ জানিয়ে বলেছেন – “হিন্দুদের আর কতদিন এই রকম ঘটনা সহ্য করতে হবে?” প্রসঙ্গত, অন্ধ্র প্রদেশে হিন্দু মন্দিরে হামলার ঘটনা ইদানিংকালে ব্যাপকভাবে বেড়ে গিয়েছে। বেশিরভাগ ঘটনায় পুলিশ দুষ্কৃতীদের গ্রেপ্তার করতে ব্যর্থ। ফলে অন্ধ্র প্রদেশের হিন্দু জনতার মধ্যে ক্ষোভ বাড়ছে।