দিল্লির রাস্তায় বন্দুক হাতে দাপিয়ে বেড়ানো শাহরুখের গ্রেফতারের দাবিতে সরব নেটিজেনরা

ট্রাম্পের সফর চলাকালীন দিল্লির (Delhi) জাফরাবাদ (Zafarabad)দপায় দফায় উত্তপ্ত হওয়ার ঘটনায় এখনও পর্যন্ত চারজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে| বিনা প্ররোচনায় উত্তর দিল্লিতে গুলি চালনায় যে যুবককে শনাক্ত করা হয়েছে তার নাম শাহরুখ (Shahrukh) বলে দিল্লি (Delhi) পুলিশ সূত্রের খবর | লাল জামা পড়া সেই যুবক এখনও অবধি ৮রাউন্ড গুলি চালিয়েছে বলে জানা যায় |

এক পুলিশ কনস্টেবল সহ মোট চারজনের মৃত্যু হয়েছে সোমবারে হওয়া নতুন সংঘর্ষে | সংঘর্ষে ১০জন পুলিশ কর্মী হত হওয়ার ঘটনাও ঘটে | দেশের সংবদ মাধ্যম খুললেই যে লাল টি শার্টের ছেলেকে দিল্লি (Delhi) রাস্তা দাপাতে দেখা যায় তাকে চিহ্নিত করলেও তাকে এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ |

অথচ জাফরাবাদের (Zafarabad) প্রতিরোধ ও গন্ডগোল যে সম্পূর্ণরূপে তারি করা তা একটি ট্যুইটার পোস্ট থেকে প্রমাণিত| পুলিশি প্রতিরোধকে রুখে দিতে যেখানে বেশি সংখ্যক মানুষকে আহ্বান করা হয় | আলিগড় বা জাফরাবাদের (Zafarabad) ঘটনা যে পূর্ব পরিকল্পিত তা বলছেন দক্ষিণ পন্থী মানুষেরা |

জাফরবাদে (Zafarabad) প্রকাশ্যে গুলি চালনার ঘটনায় শাহরুখকে (Shahrukh) অনেকেই সন্ত্রাসবাদীর সঙ্গে তুলনা করেছে | তাদের বক্তব্য স্থানীয় এই ছেলেটিকে অবিলম্বে গ্রেফতার করুক দিল্লি (Delhi) পুলিশ | রাজনৈতিক নেতারা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আর্জি জানিয়েছেন |

অন্যদিকে আলিগড় মুসলিম বিশ্বিবিদ্যালয়ে (Aligarh Muslim University) হওয়া রবিবারের অশান্তিতে ছাত্রীরাই অগ্রণী ছিল বলে জানিয়েছেন সেখানকার ডিস্ট্রক্ট ম্যাজিস্ট্রেট | তিনি বলেন, বিনা প্ররোচনায় পুলিশকে লক্ষ্য করে তারা পাথর ছুঁড়তে থাকে | তা ঠেকাতে গেলে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা | ছাত্রীদের শনাক্ত করে অবিলম্বে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করবেন বলে পুলি‌স সূত্রের খবর |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.