মধ্যপ্রদেশের বেতুলের একটি গ্রামের ৭৪টি বাড়িকে বেছে নেওয়া হয়েছে এই প্রকল্পের পরীক্ষণীয়ভাবে শুরুর জন্য। এই গ্রামের প্রত্যেকটি বাড়িতে ইনডাকশন ওভেন দেওয়া হয়েছে। যাতে তারা সৌর শক্তি ব্যবহার করে রান্না করতে পারেন।
এই পুরো মডেলটি তৈরি করেছেন আইআইটি বোম্বের ছাত্ররা মিলে। এই পুরো কাজটি শেষ হয় ২০১৮ সালের ডিসেম্বর মাসে।