রাম মন্দিরের ভূমি পুজোর অনুষ্ঠানের মঞ্চে মাত্র পাঁচজন থাকবেন। করোনা পরিস্থিতিতে এমন সিদ্ধান্ত হয়েছে। পাঁচজনের এই তালিকায় আছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) , রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরআরএস) প্রধান মোহন ভাগবত (Mohan Bhagwat) , উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল (Anandiben Patel) এবং মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। পাশাপাশি মঞ্চে থাকবেন শ্রীরাম জন্মভূমির তীর্থক্ষেত্রের মহন্ত নৃত্য গোপাল দাস (Gopal Das)। সোমবার রাম মন্দিরের অনুষ্ঠানের যে আমন্ত্রণপত্র প্রকাশ করা হয়েছে, তাতে জানানো হয়েছে, ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশিষ্ট অতিথি হিসেবে থাকবেন সংঘ প্রধান মোহন ভাগবত। এছাড়াও থাকবেন উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল এবং মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। পাশাপাশি মঞ্চে থাকবেন শ্রীরাম জন্মভূমির তীর্থক্ষেত্রের মহন্ত নৃত্য গোপাল দাস। যে ট্রাস্টের তরফে অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।
রাম মন্দিরের ভূমি পুজোর অনুষ্ঠান ঘিরে সেজে উঠছে অযোধ্যা। জোরকদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। যে সরযূ নদীর তীরে অবস্থিত অযোধ্যা, তাও সাজিয়ে তোলা হচ্ছে। ঝলমল করছে নয়া ঘাট। চলছে পরিষ্কার এবং স্যানিটাইজেশনের কাজ। রাম জন্মভূমিতে যাওয়ার রাস্তা রীতিমতো ঝকঝক করছে। প্রায় ৫০০ জন সাফাইকর্মী দিনরাত শহরের আনাচে-কানাচে কাজ করছেন। শহরের মূল রাস্তায় রামায়ণের বিভিন্ন গ্রাফিটি এবং ছবি আঁকা হয়েছে। মন্দিরের চারপাশে বাড়িগুলিতে হলুদ রঙের ছোপ পড়েছে। মহন্ত নৃত্য গোপাল দাস বলেন, ‘হলুদ একটি শুভ রঙ। হিন্দু নীতি অনুযায়ী, সব অনুষ্ঠানে হলুদ ব্যবহার করা হয়। এটা পবিত্রতা এবং আলোর প্রতীক।’