৬৬-লক্ষ ছাড়াল করোনা-সংক্রমণ, ভারতে মৃত্যু বেড়ে ১,০২,৬৮৫

ভারতে লাফিয়ে লাফিয়ে বেড়েই চলেছে করোনা-আক্রান্তের সংখ্যা। বাড়তে বাড়তে ভারতে ৬৬ লক্ষের গণ্ডি ছাড়িয়ে গেল করোনা-সংক্রমণ। সোমবার সকাল আটটা পর্যন্ত ভারতে করোনা-আক্রান্তের সংখ্যা ৬৬,২৩,৮১৬-এ পৌঁছে গেল। ভারতে বিগত ২৪ ঘন্টায় (রবিবার সারাদিনে) নতুন করে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত ৯০৩ জনের মৃত্যু হয়েছে। শেষ ২৪ ঘন্টায় ভারতে নতুন করে সংক্রমিত হয়েছেন ৭৪,৪৪২ জন। স্বস্তি দিচ্ছে সুস্থতার সংখ্যাও, মোট আক্রান্তের ৮৪.৩৪ শতাংশ করোনা-রোগী সুস্থ হয়ে উঠেছেন। সোমবার সকাল আটটা পর্যন্ত ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ১,০২,৬৮৫ জন এবং মোট সংক্রমিত ৬৬,২৩,৮১৬ জন। এখনও পর্যন্ত করোনা-মুক্ত হয়েছেন ৫৫,৮৬,৭০৪ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, সোমবার সকাল আটটা পর্যন্ত ভারতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৯ লক্ষ ৩৪ হাজার ৪২৭।
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক বুলেটিনে জানিয়েছে, ১,০২,৬৮৫ জনের মধ্যে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ৫৩ জনের মৃত্যু হয়েছে, অন্ধ্রপ্রদেশে ৫,৯৮১ জনের মৃত্যু হয়েছে, অরুণাচল প্রদেশে ১৮ জন, অসমে ৭৪৯ জন, বিহারে ৯১৫ জনের, চন্ডীগড়ে ১৭৪ জন, ছত্তিশগড়ে ১,০৪৫ জন, দাদর ও নগর হাভেলি এবং দমন ও দিউতে দু’জনের মৃত্যু হয়েছে, দিল্লিতে মৃত্যু হয়েছে ৫,৫১০ জনের, গোয়া ৪৬৫ জন, গুজরাটে ৩,৪৯৬ জনের, হরিয়ানায় ১,৪৭০ জনের, হিমাচল প্রদেশে ২১৭ জনের, জম্মু-কাশ্মীরে ১,২৪২, জনের, ঝাড়খণ্ডে ৭৪৩ জনের, কর্ণাটকে ৯,২৮৬ জন প্রাণ হারিয়েছেন, কেরলে ৮৩৬ জন, লাদাখে ৬১ জন, মধ্যপ্রদেশে ২,৪৩৪ জন, মহারাষ্ট্রে ৩৮,০৮৪ জনের মৃত্যু হয়েছে, মণিপুরে ৭৪ জন, মেঘালয়ে ৫৪ জন, নাগাল্যান্ডে ১৭ জন, ওডিশায় ৯০৭ জনের, পুদুচেরিতে ৫৩৯ জন, পঞ্জাবে ৩,৬০৩ জন, রাজস্থানে ১,৫৪৫ জনের, সিকিমে ৪৫ জন, তামিলনাড়ুতে ৯,৭৮৪ জন, তেলেঙ্গানায় ১,১৭১ জন, ত্রিপুরায় ২৯৯ জন, উত্তরাখণ্ডে ৬৫২ জন, উত্তর প্রদেশে ৬,০২৯ জন এবং পশ্চিমবঙ্গে ৫,১৯৪ জন প্রাণ হারিয়েছেন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক বুলেটিনে জানিয়েছে, ভারতে এই মুহূর্তে মৃত্যু হয়েছে ১.৫৫ শতাংশ রোগীর, সুস্থ হয়েছেন ৮৪.৩৪ শতাংশ রোগী এবং চিকিৎসাধীন ১৪.১১ শতাংশ রোগী।
ভারতে ৮ কোটি ছুঁইছুঁই করোনা-টেস্ট, সুস্থতা বেড়ে ৮৪.৩৪ শতাংশ 
দ্রুততার সঙ্গে বাড়তে বাড়তে ভারতে ৮ কোটির কাছাকাছি পৌঁছে গেল করোনা-পরীক্ষা। তবে, ভারতে ফের অনেকটাই নিম্নমুখী দৈনিক করোনা-পরীক্ষা। ভারতে বিগত ২৪ ঘন্টায় ৯.৮৯ লক্ষের বেশি করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ৪ অক্টোবর (রবিবার সারা দিনে) ভারতে ৯,৮৯,৮৬০টি স্যাম্পেল টেস্ট করা হয়েছে। সবমিলিয়ে এ পর্যন্ত দেশে ৭,৯৯,৮২,৩৯৪টি স্যাম্পেল টেস্ট করা হয়েছে।ভারতে করোনাকে হারিয়ে সুস্থতার সংখ্যা ক্রমশই বাড়ছে। একইসঙ্গে কমছে সক্রিয় রোগীর সংখ্যাও। সোমবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতে মোট আক্রান্তের (৬৬,২৩,৮১৬) ৮৪.৩৪ শতাংশ করোনা-রোগী ইতিমধ্যেই সুস্থ হয়ে উঠেছেন। সক্রিয় করোনা-রোগীর সংখ্যা ৯,৩৪,৪২৭। তবে, মৃত্যুর সংখ্যা প্রতিদিনই অস্বস্তি বাড়াচ্ছে, ভারতে মৃত্যুর সংখ্যা ১,০২,৬৮৫-তে পৌঁছেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.