৬১-লক্ষ ছাড়াল করোনা-সংক্রমণ, ভারতে মৃত্যু বেড়ে ৯৬,৩১৮

ভারতে প্রতিদিনই বেড়েই চলেছে করোনাভাইরাসের দৌরাত্ম্য! দ্রুততার সঙ্গে বাড়তে বাড়তে ভারতে ৬১-লক্ষের গণ্ডি ছাড়িয়ে গেল করোনা-সংক্রমণ। মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ভারতে করোনা-আক্রান্তের সংখ্যা ৬১,৪৫,২৯২-এ পৌঁছে গেল। ভারতে বিগত ২৪ ঘন্টায় (সোমবার সারাদিনে) নতুন করে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়ে ৭৭৬ জনের মৃত্যু হয়েছে। শেষ ২৪ ঘন্টায় ভারতে নতুন করে সংক্রমিত হয়েছেন ৭০,৫৮৯ জন। স্বস্তি দিচ্ছে সুস্থতার সংখ্যাও, মোট আক্রান্তের ৮৩ শতাংশের বেশি (৮৩.০১ শতাংশ) করোনা-রোগী সুস্থ হয়ে উঠেছেন। মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৯৬,৩১৮ জন এবং মোট সংক্রমিত ৬১,৪৫,২৯২ জন। এখনও পর্যন্ত করোনা-মুক্ত হয়েছেন ৫১,০১,৩৯৮ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ভারতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৯ লক্ষ ৪৭ হাজার ৫৭৬।


কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক বুলেটিনে জানিয়েছে, ৯৬,৩১৮ জনের মধ্যে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ৫৩ জনের মৃত্যু হয়েছে, অন্ধ্রপ্রদেশে ৫,৭৪৫ জনের মৃত্যু হয়েছে, অরুণাচল প্রদেশে ১৫ জন, অসমে ৬৬৭ জন, বিহারে ৮৯২ জনের, চন্ডীগড়ে ১৫৩ জন, ছত্তিশগড়ে ৮৭৭ জন, দাদর ও নগর হাভেলি এবং দমন ও দিউতে দু’জনের মৃত্যু হয়েছে, দিল্লিতে মৃত্যু হয়েছে ৫,২৭২ জনের, গোয়া ৪০৭ জন, গুজরাটে ৩,৪২৮ জনের, হরিয়ানায় ১,৩৩১ জনের, হিমাচল প্রদেশে ১৮০ জনের, জম্মু-কাশ্মীরে ১,১৪৬, জনের, ঝাড়খণ্ডে ৬৮৮ জনের, কর্ণাটকে ৮,৬৪১ জন প্রাণ হারিয়েছেন, কেরলে ৬৯৭ জন, লাদাখে ৫৮ জন, মধ্যপ্রদেশে ২,২৪২ জন, মহারাষ্ট্রে ৩৫,৭৫১ জনের মৃত্যু হয়েছে, মণিপুরে ৬৪ জন, মেঘালয়ে ৪৬ জন, নাগাল্যান্ডে ১৭ জন, ওডিশায় ৮১৩ জনের, পুদুচেরিতে ৫১৫ জন, পঞ্জাবে ৩,২৮৪ জন, রাজস্থানে ১,৪৫৬ জনের, সিকিমে ৩৪ জন, তামিলনাড়ুতে ৯,৩৮৩ জন, তেলেঙ্গানায় ১,১১৬ জন, ত্রিপুরায় ২৭৬ জন, উত্তরাখণ্ডে ৫৮০ জন, উত্তর প্রদেশে ৫,৬৫২ জন এবং পশ্চিমবঙ্গে ৪,৮৩৭ জন প্রাণ হারিয়েছেন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক বুলেটিনে জানিয়েছে, ভারতে এই মুহূর্তে মৃত্যু হয়েছে ১.৫৭ শতাংশ রোগীর, সুস্থ হয়েছেন ৮৩.০১ শতাংশ রোগী এবং চিকিৎসাধীন ১৫.৪২ শতাংশ রোগী।


ভারতে ৭.৩১ কোটির উর্ধ্বে করোনা-টেস্ট, সুস্থতা ৮৩.০১ শতাংশ   
দৈনিক কোভিড-১৯ পরীক্ষায় ফের রেকর্ড ভারতে! বিগত ২৪ ঘন্টায় ভারতে ১১.৪২ লক্ষেরও বেশি করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে। একইসঙ্গে বাড়তে বাড়তে ভারতে ৭.৩১ কোটির ঊর্ধ্বে পৌঁছে গেল করোনা-পরীক্ষা। ভারতে বিগত ২৪ ঘন্টায় ১১,৪২,৮১১টি করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ২৮ সেপ্টেম্বর (সোমবার) পর্যন্ত সমগ্র দেশে ৭,৩১,১০,০৪১টি স্যাম্পেল টেস্ট করা হয়েছে।ভারতে করোনাকে হারিয়ে সুস্থতার সংখ্যাও দ্রুত বাড়ছে। মঙ্গলবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত কয়েক মাসে প্রায় ১০০ শতাংশের কাছাকাছি সুস্থতার সাক্ষী থেকেছে ভারত। মোট আক্রান্তের ৮৩ শতাংশের বেশি (৮৩.০১ শতাংশ) করোনা-রোগী সুস্থ হয়ে উঠেছেন। সক্রিয় করোনা-রোগীর সংখ্যা ১০ লক্ষের নীচে (১৫.৪২ শতাংশ)। তবে, মৃত্যুর সংখ্যা প্রতিদিনই অস্বস্তি বাড়াচ্ছে, ভারতে মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ৯৬,৩১৮ জনের প্রাণ কেড়েছে করোনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.