সময় যত এগোচ্ছে ততই ভয়াবহ আকার নিচ্ছে করোনা-সংক্রমণ। দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে মৃত্যু-মিছিল। প্রতিদিনই তৈরি হচ্ছে একের পর এক সংখ্যার রেকর্ড। ভারতে বিগত ২৪ ঘন্টায় নতুন করে কোভিড-১৯ (Covid-19) ভাইরাসে আক্রান্ত হয়ে ৪১৮ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ভারতে নতুন করে সংক্রমিত হয়েছেন ১৮,৫২২ জন। মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ১৬,৮৯৩ জন এবং সংক্রমিত ৫,৬৬,৮৪০ জন। প্রাণঘাতী ভাইরাসকে হারিয়ে করোনা-মুক্ত হয়েছেন ৩,৩৪,৮২২ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ভারতে করোনা-আক্রান্তের সংখ্যা ৫,৬৬,৮৪০ জন (সক্রিয় করোনা রোগী ২,১৫,১২৫)। এখনও পর্যন্ত গোটা দেশে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৬,৮৯৩। এর মধ্যেই চিকিৎসায় সুস্থ হয়ে উঠেছেন ৩,৩৪,৮২২ জন।
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক বুলেটিনে জানিয়েছে, ১৬,৮৯৩ জনের মধ্যে অন্ধ্রপ্রদেশে ১৮০ জনের মৃত্যু হয়েছে, অরুণাচল প্রদেশে একজন, অসমে ১১ জন, বিহারে ৬২ জনের, চন্ডীগড়ে ৬ জন, ছত্তিশগড়ে ১৩ জন, দিল্লিতে ২৬৮০ জনের, গোয়া ৩ জন, গুজরাটে ১৮২৭ জনের, হরিয়ানায় ২৩২ জনের, হিমাচল প্রদেশে ৯ জনের, জম্মু-কাশ্মীরে ৯৫ জনের, ঝাড়খণ্ডে ১৫ জনের, কর্ণাটকে ২২৬ জন প্রাণ হারিয়েছেন, কেরলে ২২ জন, লাদাখে একজন, মধ্যপ্রদেশে ৫৬৪ জন, মহারাষ্ট্রে ৭,৬১০ জনের মৃত্যু হয়েছে, মেঘালয়ে একজন, ওডিশায় ২৩ জনের, পুদুচেরিতে ১০ জন, পঞ্জাবে ১৩৮ জন, রাজস্থানে ৪০৫ জনের, তামিলনাড়ুতে ১,১৪১ জন, তেলেঙ্গানায় ২৫৩ জন, ত্রিপুরায় একজন, উত্তরাখণ্ডে ৩৯ জন, উত্তর প্রদেশে ৬৭২ জন এবং পশ্চিমবঙ্গে ৬৫৩ জন প্রাণ হারিয়েছেন।
করোনা-আক্রান্তের নিরিখে দেশের মধ্যে এগিয়ে মহারাষ্ট্র। মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ১৬,৯৮৮৩-এ পৌঁছেছে। দিল্লিতে আক্রান্ত ৮৫,১৬১, গুজরাটে ৩১,৯৩৮, পশ্চিমবঙ্গে আক্রান্তের সংখ্যা ১৮৭,৯০৭ এবং তামিলনাড়ুতে মোট করোনা-আক্রান্তের সংখ্যা ৮৬,২২৪। মৃত্যু ও আক্রান্তের সংখ্যা যেভাবে বাড়ছে, ততটাই দ্রুত গতিতে চলছে নমুনা পরীক্ষা। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ জানিয়েছে, ২৯ জুন পর্যন্ত ৮৬,০৮,৬৫৪টি নমুনা পরীক্ষা হয়েছে। শুধুমাত্র ২৯ জুন ২,১০,২৯২টি নমুনা পরীক্ষা করা হয়েছে।