ভারতের নতুন করে করোনায় আক্রান্ত ৩০ হাজার ২৫৪জন

দেশজুড়ে বেড়ে চলেছে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা। বিগত ২৪ ঘন্টায় দেশজুড়ে করোনায় আক্রান্ত হয়েছে ৩০ হাজার ২৫৪। নিহত ৩৮১। সুস্থ হয়ে উঠেছে ৩৩ হাজার ১৩৬ বলে রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে। গোটা দেশে বর্তমানে করোনায় সক্রিয় আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ৫৬ হাজার ৫৪৬। সবমিলিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৮ লক্ষ ৫৭ হাজার ০২৮। মৃতের সংখ্যা ১ লক্ষ ৪৩ হাজার ০১৯। সুস্থ হয়ে উঠেছে ৯৩ লক্ষ ৫৭ হাজার ৪৬৪। করোনায় সব থেকে খারাপ অবস্থা মহারাষ্ট্রের। সেখানে এই মুহূর্তে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৭৪ হাজার ৬৩৮। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে কেরল। সেখানে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৬০ হাজার ১৭৭। রাজধানী দিল্লিতে সক্রিয় আক্রান্তের সংখ্যা ১৭ হাজার ৩৭৩। ভারতীয় চিকিৎসা বিজ্ঞান গবেষণা পরিষদ আইসিএমআর এর তরফ থেকে জানানো হয়েছে ১২ ডিসেম্বর পর্যন্ত গোটা দেশজুড়ে করোনা পরীক্ষা করা হয়েছে ১৫ কোটি ৩৭ লক্ষ ১১ হাজার ৮৩৩। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.