সেরার তালিকা ঘোষণা করা হল। দেশের ১০টি সেরা থানার নাম ঘোষণা করল কেন্দ্র। তৎপরতা, কর্মক্ষমতা ও মানুষের সেবায় নিযুক্ত হওয়ার প্রবণতা-এই তিনটি বিষয়ের মূল্যায়নের ওপর নজর রেখে সেরার সেরা থানা বেছে নেওয়া হয়। ২০২০ সালেও সেই নিয়মের ব্যতিক্রম হয়নি।
দিন কয়েক আগে এই তালিকা ঘোষণা করে কেন্দ্র। এই দশটি থানা হল
১ মণিপুর থৌবাল নংপোকসেকমাই
২ তামিলনাডু সালেম সিটি এডব্লিউপিএস-সুরমঙ্গলম
৩ অরুণাচল প্রদেশ চাঙলাঙ খারসাং
৪ ছত্তিশগড় সুরজপুর ঝিলমিলি (ভাইয়া থানা)
৫ গোয়া দক্ষিণ গোয়া সাংগুয়েম
৬ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ উত্তর ও মধ্য আন্দামান কালিঘাট
৭ সিকিম পূর্ব জেলা প্যাকং
৮ উত্তর প্রদেশ মোরাদাবাদ কান্থ
৯ দাদরা ও নগর হাভেলী দাদরা ও নগর হাভেলী খানভেল
১০ তেলেঙ্গানা করিমনগর জাম্মিকুন্তা টাউন পিএস
প্রধানমন্ত্রী মোদী বলেন সমাজের সব কিছু প্রয়োজনে পুলিশকে পাওয়া যায়। পুলিশ স্টেশনগুলির দায়িত্ব অপরিসীম। স্থানীয় এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের চেয়ে বড় কোনও বন্ধু নেই। তাই এই সম্মান প্রদান।
প্রধানমন্ত্রীর দেওয়া প্রস্তাব মেনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানায় এই তালিকা তৈরিতে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা ছিল করোনা পরিস্থিতি। লকডাউনের মধ্যেই এই তালিকা তৈরি করতে হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রীর দাবি শহরতলীর থানা গুলিতেও বিশেষ নজর দেওয়া হয়েছে। দেশের মোট ১৬,৬৭১টি থানা থেকে ১০টি থানা বাছা হয়েছে।
যে যে বিষয়গুলির ওপর জোর দেওয়া হয়েছে :
· সম্পত্তিগত বিবাদ
· মহিলাদের বিরুদ্ধে অত্যাচার
· দুর্বল শ্রেণীর ওপর অত্যাচার
· নিখোঁজ ব্যক্তি বা অপরিচিত ব্যক্তি ও অজ্ঞাতপরিচয় দেহের পরিবার বা খুঁজে দেখা