সূ্র্যের শব্দের সঙ্গে মিল রয়েছে ওমের,নাসার পর্যবেক্ষণ পোস্ট করে বিতর্কে পুদুচেরির রাজ্যপাল কিরণ বেদি

সূ্র্যের শব্দের সঙ্গে মিল রয়েছে ওমের,নাসার পর্যবেক্ষণ পোস্ট করে বিতর্কে পুদুচেরির রাজ্যপাল কিরণ বেদি

শনিবার সকালে প্রাক্তন আইপিএস ও বর্তমান পুদুচেরির রাজ্যপাল কিরণ বেদি একটি ভিডিও পোস্ট করেন নিজের ট্যুইটার হ্যান্ডেলে | ভিডিওটি নাসা থেকে প্রকাশিত হয়েছে বলে দাবি করা হয়েছে | ভিডিওটির পিছনের কন্ঠস্বর যা বলছে ,তা হল নাসার বিজ্ঞানীরা সূর্যের যে আওয়াজ শুনেছেন তাতে মনে হচ্ছে যেন সমবেত স্বরে ওম মন্ত্র উচ্চারিত হচ্ছে |

ভিডিওটির নীচে লেখা আছে , SUN CHANTS OM.ধারাভাষ্যকর বলছেন যে খীস্টপূর্ব ষষ্ঠ শতাদ্বী থেকে এই ধ্বনি শোনা যাচ্ছে | উচ্চ অনুনাদের এই স্বর ওমের সঙ্গে কীভাবে সাদৃশ্য যুক্ত তা জানা নেই |

তবুও ব্যাখ্যা যে ভাষা শব্দের তরঙ্গতে চেপে হয়তো বা সেখানে পৌঁছেছি টঠিক যেভাবে ইথার তরঙ্গে রেডিও বা স্যাটেলাইটের তরঙ্গকে ধরে ছবি পৌঁছয় আজও |

সঠিক ব্যাখ্যা কিনা জানা থাকলেও আপাতত এই নিয়ে শুরু বিতর্ক| রাতারাতি ভাইরাল হয়ে পড়া এই ভিডিও নিয়ে নেটিজেনরা সরব | পক্ষে বিপক্ষে প্রতিক্রিয়ার সংখ্যা লাফাচ্ছে রাতারাতি | ইতিমধ্যেই লাইকের সংংখ্যা ১৭হাজার ছুঁইছুঁই |

পোস্ট করেছেন শনিবার সকাল ৮.১১ নাগাদ | রিট্যুইটের সংখ্যাটাও মন্দ নয় | ৬হাজারের কাছেই | এর মধ্যে একজনের বক্তব্য,নাসার এই পর্যবেক্ষণ খুবই গুরুত্বপূর্ণ|চাঁদে নেমেও খুব হালকা হল একই ওম মন্ত্রের সঙ্গে সাযুজ্যপূর্ণ শব্দের মিল পেয়েছেন মহাকাশ বিজ্ঞানীরা |

কিন্তু অবশ্য এর বিরুদ্ধাচারণও করেছেন কেউ কেউ | বলেছেন, নীল আর্মস্ট্রং যখন চাঁদে নেমেছিলেন ,তখন তিনি আজানের ডাক শুনেছিলেন | ঘটনা যাই হোক আগামী বেশ কয়েকঘন্টা এই পোস্ট নিয়ে যে আবারও ভার্চুয়াল যুদ্ধে মাতবেন নেটিজেনরা তা বলা বাহুল্য |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.