ঘূর্ণিঝড় নিসর্গ-র তাণ্ডবে মহারাষ্ট্রে (Maharashtra) মৃত্যু হয়েছে ৬ জনের। ঘূর্ণিঝড়ের তাণ্ডবে প্রভাবিত হয়েছে রাজ্যের ১৫টি জেলা। মৃতদের পরিবারকে মহারাষ্ট্র সরকারের পক্ষ থেকে ৪ লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে। এছাড়াও প্রভাবিত জেলাগুলিতে দুর্গতদের কাছে সহায়তা পৌঁছে দেওয়ার জন্য প্রশাসন ও জেলা আধিকারিকদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে।
ঘূর্ণিঝড় নিসর্গ-র তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে রাইগড় (Raigar) জেলায়। এছাড়াও পালঘর, থানে প্রভৃতি জেলাতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিভিন্ন প্রান্তে গাছ ভেঙে পড়ায় বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে, যুদ্ধকালীন তৎপরতায় চলছে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার কাজ। মহারাষ্ট্র প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নিসর্গ-র তাণ্ডবে মহারাষ্ট্রের বিভিন্ন জেলায় মৃত্যু হয়েছে ৬ জনের। এছাড়াও আহত হয়েছেন ১৬ জন, ক্ষতিগ্রস্ত হয়েছে ৫০৩৩ হেক্টর জমি।
2020-06-05