Prediction of Pandemic of Infectious Disease: ফিরছে দুঃস্বপ্নের দিনরাত্রি? ভয়ংকর সংক্রামক এক মারণ রোগে ছারখার হবে এ পৃথিবী!

 ফিরছে ভয়ংকর রোগ? ফের? করোনার মতোই? অনেকটা তেমনই ভবিষ্যদ্বাণী। ভবিষ্যদ্বাণী করেছেন রিয়ো তাৎসুকি নামের এক কার্টুন আর্টিস্ট। কিন্তু এটিই তাঁর একমাত্র পরিচয় নয়। তিনি ভবিষ্যদ্বক্তাও। একাধিক ভয়ংকর সব প্রাকৃতিক দুর্যোগের দিনক্ষণ অব্যর্থ মিলিয়ে দিয়েছেন এর আগে। তাই তিনি কিছু বললেই তা নিয়ে ভয় তৈরি হয় মানুষের মনে। ইতিমধ্যেই ‘বুলগেরিয়ার নস্ট্রাদামুস’ বাবা ভাঙ্গার মতো বিখ্যাত হয়ে পড়েছেন তিনি। তাঁকে ডাকাও হচ্ছে ‘জাপানের বাবা ভাঙ্গা’ বলে। এবার কী জানা গেল? 

1/6

সংক্রামক রোগ!

পৃথিবীতে আসছে ভয়ংকর এক রোগ। খুব খারাপ ধরনের একটা সংক্রামক রোগ। আসছে মাত্র কয়েকবছর পরেই। 

  

2/6

২০২০ নাগাদ

রিয়ো তাৎসুকি তাঁর এক কার্টুনে এই ছবি এঁকেছিলেন সেই ১৯৯৯ সালে। তখন তিনি বলেছিলেন, ২০২০ নাগাদ এক ভয়ংকর রোগ আসছে। পৃথিবী ছারখার হবে এতে।   

3/6

সবার উপরে কার্টুন সত্য

অব্যর্থ মিলে গিয়েছিল তাঁর কার্টুন-কথা। সারা বিশ্ব দেখল ২০২০ নাগাদ এল করোনা নামের এক মারণ রোগ। বিশ্বের গতি স্তব্ধ হয়ে গেল তাতে!

4/6

২০৩০ সাল নাগাদ!

সে তে মিটে গেল! আবার ভয় কীসের? ভয় আছে। কারণ, রিয়ো তাৎসুকি তাঁর লেখায় বলেছিলেন, এর (মানে ২০২০ সাল) ১০ বছর পরে ফের আসবে এক ভয়াবহ সংক্রামক রোগ। ২০৩০ সাল নাগাদ! 

  

5/6

৫ বছর পরে

২০৩০ সাল আর কার ঘরে? আর মাত্র ৫টি বছর তো বাকি। 

  

6/6

আতঙ্কে

ইবোলা, মিজলস, এমপক্স, এইচ৫এন১-এর মতো কত রোগই তো দিকে দিকে ছড়াচ্ছে। মানুষ মরছে অসহায়ের মতো। কিন্তু রিয়ো তাৎসুকি যা বলেছেন, তা নিয়ে সকলেই আতঙ্কে। একবার তাঁর কথা মোক্ষম মিলে গিয়েছে। ফের যদি মেলে? 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.