ভারতে হঠাৎ করেই বেড়ে চলেছে করোনাভাইরাসের সংক্রমণ। মহারাষ্ট্র, পঞ্জাব, গুজরাট-এমনই বেশ কয়েকটি রাজ্যে ফের শুরু হয়েছে করোনার দাপট। করোনার এই বাড়বাড়ন্তের জন্য মানুষের উদাসীনতাকেই দায়ী করলেন বিজেপি সাংসদ হেমা মালিনী। হেমার কথায়, করোনাভাইরাসের টিকাকরণ শুরু হওয়ার পর থেকে মানুষের উদাসীনতা বেড়েছে। কিন্তু, মনে রাখতে হবে করোনা এখনও চলে যায়নি।
মহারাষ্ট্র-সহ অন্যান্য রাজ্যে করোনা-সংক্রমণ বৃদ্ধি নিয়ে শুক্রবার সংসদ চত্বরে বিজেপি সাংসদ হেমা মালিনী বলেছেন, “আমার মতে, টিকাকরণ শুরু হওয়ার পর থেকে মানুষের উদাসীনতা বেড়েছে। সবাই মনে করছেন তাঁরা এখন মাস্ক খুলতেই পারেন, কিন্তু, তাঁদের সতর্ক থাকতে হবে করোনা এখনও চলে যায়নি। আমি নিশ্চিত সরকার (সংশ্লিষ্ট রাজ্যের সরকার) এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হবে।”
2021-03-19