করোনা (Corona) আক্রান্ত হলে আগামী ১০ মাসের মধ্যে দ্বিতীয়বার সংক্রমিত হওয়ার সম্ভাবনা ৬০ শতাংশ কম, এমনই দাবি সাম্প্রতিক গবেষণায় (Research)। আন্তর্জাতিক মেডিক্যাল জার্নাল ল্যানসেট (Lancet) তাঁদের গবেষণায় এমনই দাবি করেছে। গবেষকদের দাবি অনুযায়ী, একবার যাঁরা করোনা আক্রান্ত হয়েছেন, তাঁদের শরীরে তৈরি অ্যান্টবডি (Antibody) পরবর্তী ১০ মাস পর্যন্ত সক্রিয় থাকতে পারে। সেই কারণেই এই ১০ মাসের মধ্যে তাঁদের ক্ষেত্রে দ্বিতীয়বার করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকি কম থাকে।
ভারতে করোনার সেকেন্ড ওয়েভ চলছে। যদিও দেশে দৈনিক সংক্রমণের গতি নিম্নমুখী। শনিবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ১ লক্ষ ২০ হাজার ৫২৯ জন নতুন করে করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ২ কোটি ৮৬ লক্ষ ৯৪ হাজার ৮৭৯। তবে গত ২৪ ঘণ্টায় অনেকটাই বেড়েছে মৃতের সংখ্যা। একদিনে করোনা প্রাণ কেড়েছে ৩,৩৮০ জনের। এখনও পর্যন্ত দেশে করোনার বলি ৩ লক্ষ ৪৪ হাজার ৮২ জন। এদিকে, করোনাকালে নতুন একটি সমীক্ষা চালিয়েছেন গবেষকরা।
আন্তর্জাতিক মেডিক্যাল জার্নাল ল্যানসেট তাঁদের গবেষণায় দাবি করেছে, করোনা আক্রান্ত হলে আগামী ১০ মাসের মধ্যে দ্বিতীয়বার সংক্রমিত হওয়ার সম্ভাবনা ৬০ শতাংশ কম। জানা গিয়েছে, ২০০০ জনের উপর এই সমীক্ষা চালানো হয়েছিল। অ্যান্টিবডি পরীক্ষার মাধ্যমে তাঁদের ওপর নজর রাখা হয়েছিল। আবাসিক ও কর্মীদের প্রায় এক-তৃতীয়াংশের শরীরে অ্যান্টিবডি টেস্টের ফল পজিটিভ এসেছে। যার থেকে তাঁদের আগে করোনা আক্রান্ত হওয়ার তথ্য মেলে।
গবেষণায় দেখা গিয়েছে একবার করোনা আত্রান্ত হলে শরীরে অ্যান্টিবডি তৈরি হয়ে যায়। আক্রান্ত ব্যক্তি করোনামুক্ত হওয়ার পর তাঁর শরীরে এই অ্যান্টিবডি ১০ মাস পর্যন্ত সক্রিয় থাকতে পারে। করোনায় একবার আক্রান্ত হওয়ার পর চার মাসের মধ্যে সেই ব্যক্তির দ্বিতীয়বার আক্রান্ত হওয়ার সম্ভাবনা ৮৫ শতাংশ কম থাকে বলে দাবি করেছেন গবেষকরা। ১০ মাসের মধ্যে তাঁদের ক্ষেত্রে দ্বিতীয়বার করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকি কম থাকে।