1/5সোমবারই ভারতে মোট ৭৫ কোটি ডোজ প্রদানের গণ্ডি পার হয়ে গিয়েছে। ফাইল ছবি : পিটিআই 2/5‘অভূতপূর্ব গতিতে’ এই অসাধ্য সাধনের জন্য ভারতকে অভিনন্দন জানান বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) দক্ষিণ-পূর্ব এশিয়ার রিজিওনাল ডিরেক্টর ডঃ পুনম ক্ষেত্রপাল সিং। ফাইল ছবি : পিটিআই (PTI) 3/5‘প্রথম ১০ কোটি ডোজের জন্য ৮৫ দিন সময় লেগেছিল। কিন্তু পরে ভারত মাত্র ১৩ দিনে ৬৫ কোটি থেকে ৭৫ কোটি ডোজে পৌঁছেছে,’ টুইটে উল্লেখ করেন তিনি। ফাইল ছবি : টুইটার (Twitter) 4/5কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডবিয়া দেশবাসীকে অভিবাদন জানান। তিনি লেখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘সবকা সাথ, সবকা প্রয়াস’ মূলমন্ত্র করে ‘বিশ্বের বৃহত্তম টিকা অভিযানে ক্রমাগত নতুন মাত্রা তৈরি করেছে ভারত।’ ফাইল ছবি : টুইটার (Twitter) 5/5গত ২৭ অগস্ট প্রথমবার, ভারতে এক দিনেই ১ কোটিরও বেশি মানুষ করোনা টিকা পেয়েছিলেন। 2021-09-14