বুধবার থেকে বেলেঘাটা আইডি হাসপাতালে নাইসেড-এ কোভ্যাক্সিনের তৃতীয় দফার ট্রায়াল শুরু হল৷ নোভেল করোনাভাইরাসের এই ভ্যাক্সিনের ট্রায়ালের উদ্বোধনে হাজির ছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়৷ বিপ্লব যশ নামে এক ব্যক্তিকে প্রথম এই টিকা দেওয়া হল ৷
পরীক্ষামূলক এই টিকা কলকাতার ১ হাজার স্বেচ্ছাসেবককে দেওয়া হবে৷ শুধু কলকাতাই নয় সারা দেশে মোট ২৫ হাজার ৮০০ জনকে দেওয়া হবে এই পরীক্ষামূলক টিকা৷ যা ভারতের সর্ববৃহৎ কো-ভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়াল৷
সূত্রের খবর,কলকাতার স্বেচ্ছাসেবকদের প্রাথমিক তালিকা তৈরি করা হয়ে গিয়েছে৷ যাদের বাড়ি বেলেঘাটা নাইসেড থেকে ১০ কিলমিটারের মধ্যে তাদেরকেই সুযোগ দেওয়া হয়েছে৷ কারন যাদের পরীক্ষামূলক টিকা দেওয়া হবে তাদেরকে পর্যবেক্ষণে রাখবেন চিকিৎসকরা৷
পরীক্ষামূলক এই টিকা নেওয়ার পর কিছুটা ঝুকি থাকছে৷ তবে নাইসেড সূত্রে খবর, প্রথম ও দ্বিতীয় দফার ট্রায়ালে ‘কোভ্যাকসিন’ ভাল ফল দিয়েছে।
কিছুদিন আগেই পরীক্ষামূলক প্রয়োগের জন্য হায়দরাবাদ থেকে কলকাতা নাইসেডে এসেছে ১ হাজার টিকা। যা নিঃসন্দেহে করোনা পরিস্থিতির মধ্যে বড় খবর।
নাইসেডে মাইনাস ৪ ডিগ্রি তাপমাত্রায় ভ্যাকসিনগুলিকে সংরক্ষণ করা হয়েছে বলে খবর৷ সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নাইসেডের অধিকর্তা শান্তা দত্ত বলেছিলেন, এটা থার্ড ফেসের ট্রায়াল। সবচেয়ে গুরুত্বপূর্ণ। দেশে প্রায় ২৬ হাজার মানুষের মধ্যে ট্রায়ালের দায়িত্ব পেয়েছে ২৪টি সংস্থা। তার মধ্যে বেলেঘাটা নাইসেড রয়েছে৷