সকাল থেকে সন্ধে। একদিনে সাতজন! ফের শিশুমৃত্যু বিসি রায় হাসপাতালে। কীভাবে? পরিবারের লোকেদের দাবি, অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত ছিল ওই শিশুটি। হাসপাতালের তরফে অবশ্য এখনও কিছু জানানো হয়নি।
জ্বর, সঙ্গে শ্বাসকষ্ট। বনগাঁ হাসপাতাল থেকে কলকাতার বিসি রায় হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছিল উত্তর ২৪ পরগনার গাইঘাটার বাসিন্দা জেসমিন খাতুনকে। বয়স? ৬ মাস। বিসি রায় হাসপাতালে ১১ দিন ভর্তি ছিল সে। কিন্তু শেষরক্ষা হল না। এদিন সন্ধ্যায় মৃত্যু হয় জেসমিনের।
এদিকে অ্য়াডিনো ভাইরাস মোকাবিলায় তৎপর স্বাস্থ্যভবন। রাজ্যে সমস্ত সরকারি হাসপাতালে যখন ২৪ ঘণ্টা ক্নিনিক চালু রাখার নির্দেশিকা জারি করা হয়েছে, তখন উল্টো ছবি ধরা পড়ল বিসি রায় শিশু হাসপাতালেই! রবিবার, ছুটির দিন বন্ধ থাকল ফিভার ক্লিনিক। কেন? প্রশ্ন উঠেছে।