লকডাউন পরিস্থিতিতে আর্থিক প্যাকেজ ঘোষণা অর্থমন্ত্রীর : এক নজরে দেখে নিন

করণা ভাইরাসের (Cooronavirus) সংক্রমনের ২১ দিনের লকডাউন ঘোষণা হয়ে গিয়েছে। এমতাবস্থায় বৃহস্পতিবার দুপুরে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Nirmala Sitaraman) ও অর্থপ্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর (Anurag Thakur) সাংবাদিক সম্মেলন করে এক লক্ষ ৭০ হাজার কোটি টাকার প্যাকেজ ঘোষনা করলেন দেশের জনতার জন্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লন্ডন ঘোষণা তিনি ইঙ্গিত দিয়েছিলেন দেশের আমজনতার জন্য আর্থিক প্যাকেজ ঘোষণার।

কি কি রয়েছে সেই প্যাকেজে ? জেনে নিন এক নজরে।

১) যে সমস্ত সংস্থার কর্মীর সংখ্যা ১০০-র কম এবং  সেখানকার ৯০ শতাংশ কর্মীর মাসিক আয় ১৫ হাজার টাকা, আগামী তিন মাসে তাদের ইপিএফও-র ২৪ শতাংশই কেন্দ্রীয় সরকার দেবে।

২) প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতায় আগামী তিন মাসের জন্য বিপিএল পরিবারগুলিকে বিনামূল্য রান্নার গ্যাসের সিলিন্ডার দেওয়া হবে। 

৩) জনধন অ্যাকাউন্ট রয়েছে যে মহিলাদের, তাঁদের আগামী তিন মাসের জন্য ৫০০ টাকা করে দেওয়া হবে। এতে ২০ কোটি মহিলা উপকৃত হবেন।

৪) ষাটোর্ধ্ব ব্যক্তি, বিধবা এবং প্রতিবন্ধিদের অতিরিক্ত ১০০০ টাকা করে দেওয়া হবে প্রতিমাসে। দু’দফার কিস্তিতে এই টাকা মিলবে।

৫) ১০০ দিনের কাজের আওতায় শ্রমিকদের পারিশ্রমিক বাড়িয়ে ২০২ টাকা করে দেওয়া হবে।

৬) প্রধানমন্ত্রী কৃষি যোজনার আওতায় বছরে ৬ হাজার টাকা করে পান কৃষকরা। বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে এপ্রিলের প্রথম সপ্তাহেই তা থেকে কৃষকদের অ্যাকাউন্টে ২ হাজার টাকা করে জমা পড়বে। 

৭) প্রতি পরিবার পিছু বিনামূল্যে ১ কেজি করে ডালও দেওয়া হবে। দেশের ৮০ কোটি দরিদ্র মানুষ এতে উপকৃত হবেন।

৮) প্রধানমন্ত্রী গরিব কল্যাণ প্রকল্পের আওতায় কোনও গরিব মানুষকে উপোস করতে হবে না। প্রধানমন্ত্রী অন্ন যোজনার আওতায় আগামী তিন মাসের জন্য বিনামূল্যে মাথাপিছু অতিরিক্ত ৫ কেজি চাল অথবা গম দেওয়া হবে। 

৯) আক্রান্ত এবং জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত ডাক্তার নার্সদের জন্য আগামী তিন মাস মাথাপিছু ৫০ লক্ষ টাকার বিমা।

১০) দরিদ্র মানুষের জন্য ১ লক্ষ ৭০ হাজার কোটি টাকার বিশেষ প্যাকেজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.