1/5১৬ এপ্রিল এবং ২২ এপ্রিল পরীক্ষার্থী ও পরীক্ষকদের সূচি আলাদা। এই আবহে প্রশ্ন উঠছে, খোদ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদই কি পরিবর্তিত পরীক্ষার সূচি ভুলে গিয়েছে? (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
![পরীক্ষার্থীদের পরিবর্তিত সূচি অনুযায়ী, ১৬ এপ্রিল রয়েছে গণিত, ইতিহাস সহ পাঁচটি বিষয়ের পরীক্ষা। কিন্তু ১৬ এপ্রিল প্রধান পরীক্ষকের সঙ্গে পরীক্ষকদের বৈঠকের দিন ধার্য হয়েছে। (ছবিটি প্রতীকী) পরীক্ষার্থীদের পরিবর্তিত সূচি অনুযায়ী, ১৬ এপ্রিল রয়েছে গণিত, ইতিহাস সহ পাঁচটি বিষয়ের পরীক্ষা। কিন্তু ১৬ এপ্রিল প্রধান পরীক্ষকের সঙ্গে পরীক্ষকদের বৈঠকের দিন ধার্য হয়েছে। (ছবিটি প্রতীকী)](https://images.hindustantimes.com/bangla/img/2022/04/10/600x338/PTI11-16-2021-000021B-0_1648828652461_1649573636877.jpg)
![পরীক্ষকরা যদি তাদের সূচি মেনে চলেন তাহলে ১৬ এপ্রিল পরীক্ষার দিন ৬২ হাজার পরীক্ষক এবং প্রধান পরীক্ষক থাকতে পারবেন না পরীক্ষা কেন্দ্রে। স্বভাবতই প্রশ্ন উঠেছে, তাহলে সেদিন পরীক্ষা কেন্দ্রে পরিদর্শকের দায়িত্ব পালন করবে কে? (ছবিটি প্রতীকী, সৌজন্যে পারভিন কুমার/হিন্দুস্তান টাইমস) পরীক্ষকরা যদি তাদের সূচি মেনে চলেন তাহলে ১৬ এপ্রিল পরীক্ষার দিন ৬২ হাজার পরীক্ষক এবং প্রধান পরীক্ষক থাকতে পারবেন না পরীক্ষা কেন্দ্রে। স্বভাবতই প্রশ্ন উঠেছে, তাহলে সেদিন পরীক্ষা কেন্দ্রে পরিদর্শকের দায়িত্ব পালন করবে কে? (ছবিটি প্রতীকী, সৌজন্যে পারভিন কুমার/হিন্দুস্তান টাইমস)](https://images.hindustantimes.com/bangla/img/2022/04/10/600x338/3e8d340a-b04d-11ec-8afe-66f763ad16e7_1648713153173_1649573608965.jpg)
![২২ এপ্রিল রয়েছে পদার্থবিদ্যা, এডুকেশন, অ্যাকাউন্টেন্সির মতো বিষয়ের পরীক্ষা রয়েছে উচ্চ মাধ্যমিকে। কিন্তু সেদিনই উত্তরপত্রের প্রথম কিস্তি জমা দিতে বলা হয়েছে পরীক্ষকদের। (ছবিটি প্রতীকী, সৌজন্যে হিন্দুস্তান টাইমস) ২২ এপ্রিল রয়েছে পদার্থবিদ্যা, এডুকেশন, অ্যাকাউন্টেন্সির মতো বিষয়ের পরীক্ষা রয়েছে উচ্চ মাধ্যমিকে। কিন্তু সেদিনই উত্তরপত্রের প্রথম কিস্তি জমা দিতে বলা হয়েছে পরীক্ষকদের। (ছবিটি প্রতীকী, সৌজন্যে হিন্দুস্তান টাইমস)](https://images.hindustantimes.com/bangla/img/2022/04/01/600x338/42d06d70-b10b-11ec-9b52-fa1a8298c8a6_1648812431671_1648812449534.jpg)
![বিতর্ক তৈরি হওয়ার পর অবশ্য সংসদের এক আধিকারিক সংবাদমাধ্যমকে জানান, পরীক্ষকদের সূচিতে উল্লেখিত দিনগুলি পরিবর্তন করা হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই) বিতর্ক তৈরি হওয়ার পর অবশ্য সংসদের এক আধিকারিক সংবাদমাধ্যমকে জানান, পরীক্ষকদের সূচিতে উল্লেখিত দিনগুলি পরিবর্তন করা হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)](https://images.hindustantimes.com/bangla/img/2022/04/10/600x338/PTI03-31-2022-000059B-0_1648713153167_1649573626377.jpg)
1/5১৬ এপ্রিল এবং ২২ এপ্রিল পরীক্ষার্থী ও পরীক্ষকদের সূচি আলাদা। এই আবহে প্রশ্ন উঠছে, খোদ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদই কি পরিবর্তিত পরীক্ষার সূচি ভুলে গিয়েছে? (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
Designed using Magazine Hoot. Powered by WordPress.