করোনা আবহে উচ্চমাধ্যমিক পরীক্ষা নিয়ে জল্পনা বজায় থাকলেও পড়ুয়াদের পরীক্ষার জন্য প্রস্তুত রাখতে বদ্ধপরিকর শিক্ষা দফতর। আর তাই এবার প্র্যাক্টিকাল ক্লাস ক্লাস চালুর সিদ্ধান্ত নিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। তবে আপাতত অনলাইনেই চালু হবে প্র্যাক্টিকাল ক্লাস। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য মূলত ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলির প্র্যাক্টিকাল ক্লাস চালু হতে চলেছে।
জানা গিয়েছে, প্র্যাক্টিকাল ক্লাসের ভিডিয়ো অনলাইনে আপলোড করবে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। ৩১ জানুয়ারির মধ্যেই এই কাজ শেষ করে দেবে সংসদ। এরপর ১ ফেব্রুয়ারি থেকেই সংসদের ওয়েবসাইট এবং বাংলা শিক্ষা পোর্টালে অনলাইনে প্র্যাকটিক্যাল ক্লাসগুলি দেখতে পারবে পড়ুয়ারা।ট্রেন্ডিং স্টোরিজ
উল্লেখ্য, সূচি অনুযায়ী, ফেব্রুয়ারি মাসের তৃতীয় সপ্তাহ থেকেই প্র্যাক্টিকাল পরীক্ষা শুরু হওয়ার কথা। তাই শেষ মুহূর্তে সংসদের ওয়েবসাইটে আপলোড হওয়া প্র্যাক্টিকালের এই ভিডিয়োগুলি পড়ুয়াজের জন্য বেশ উপযোগী হবে বলে আশা করা হচ্ছে। অনলাইনের এই ভিডিয়োগুলিকে ‘ভার্চুয়াল ল্যাব’ বলে আখ্যা দিচ্ছে সংসদ। উল্লেখ্য, গত নভেম্বরে স্কুল খুললে প্র্যাক্টিকালল ক্লাস শুরু হয়েছিল। তবে করোনা গ্রাফ আবার ঊর্ধ্বমুখী হলে স্কুল বন্ধ হয়েছে। দীর্ঘদিন ধরে স্কুল বন্ধ থাকার জেরে পরীক্ষার্থীরা বিপাকে পড়েছেন। হাতে কমলে প্র্যাক্টিকাল না করতে পারায় পরীক্ষা নিয়ে উদ্বেগ পড়ুয়াদের মনে। তাই প্র্যাক্টিকাল সম্পর্কে বিস্তারিত ধারণা তৈরি করতেই সংসদের তরফে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য।