১৯৪৭ সালে উপাসনা পদ্ধতির নামে বিভেদ কে হাঁতিয়ার করে ভারতবর্ষ কে দ্বিখণ্ডিত করে যে অপ্রাকৃতিক দেশটি তৈরি হয়েছিল তা বিগত প্রায় আট দশক ধরে না নিজেরা শান্তিতে থাকতে পেরেছে না বিশ্বকে শান্তি দিতে পেরেছে। ঘৃণাই যার সৃষ্টির মূলে, মানবজাতি কে উপাসনার নামে বিভাজন যার মূল নীতি সেই দেশের এই পরিণতি খুব স্বাভাবিক।

শুধুমাত্র ভারতবিরোধীতার পথে গিয়ে দেশ হিসেবে পাকিস্তান আজ ব্যর্থ। কখনো চীন , কখনো আমেরিকার হাতের পুতুল হয়ে বিশ্বকে সন্ত্রাসবাদ দিয়েছে পাকিস্তান আর সন্ত্রাসের মাধ্যমে সৃষ্ট এই ভূখণ্ড নিজের অধিকৃত কাশ্মীরের মানুষ কে সামান্যতম নাগরিক সুবিধা দিতে ব্যর্থ হলেও তাদের ‘কাশ্মীর’ চায়। কাশ্মীর নেওয়ার চেষ্টা করতে গিয়ে বারবার হারের মুখ দেখেছে পাকিস্তান।১৯৪৭-৪৮, ১৯৬৫ ও ১৯৭১ সালের যুদ্ধের পরেও পাকিস্তান কাশ্মীর দখলের তাদের আকাঙ্ক্ষা ত্যাগ করেনি। ১৯৭১ এ ‘বাংলাদেশ’ আলাদা একটি দেশ হিসেবে আত্মপ্রকাশ করায় পাকিস্তান বুঝে যায় সরাসরি ভারতকে যুদ্ধে পরাস্ত করা অসম্ভব।”India will bleed by a thousand cuts” — এই উক্তিটি করেছিল পাকিস্তানের প্রাক্তন রাষ্ট্রপতি ও সামরিক শাসক জেনারেল জিয়াউল হক (General Zia-ul-Haq) অর্থাৎ সরাসরি যুদ্ধ না করে, ভারতের বিরুদ্ধে নিয়মিত ছোট ছোট সন্ত্রাসী হামলা, বিচ্ছিন্নতাবাদ, এবং অস্থিরতা সৃষ্টি করে দেশটিকে ধীরে ধীরে রক্তাক্ত ও দুর্বল করা।

১৯৮০-এর দশক থেকে পাকিস্তানের ISI (Inter-Services Intelligence) এই নীতির অংশ হিসেবে সন্ত্রাসবাদ, জেহাদি প্রশিক্ষণ এবং ভারতবিরোধী প্রচারণা জোরদার করে। ১৯৯০–২০০০-এর দশকে এই নীতিরই ফল হিসেবে দেখা যায় — কাশ্মীরে জেহাদি হামলা, পঞ্জাবে খালিস্তান আন্দোলনে সহায়তা, ১৯৯৯ সালে কার্গিল দিয়ে অনুপ্রবেশ, ২০০১ সংসদ হামলা, ২০০৮ এর মুম্বই হামলা (২৬/১১) , ২০২৫ সালে পহেলগাঁও তে হিন্দুদের চিহ্নিত করে নৃশংস হত্যাকাণ্ড। ১৯৯৯ থেকে ২০২৫ এই কালখন্ডের ঘটনাক্রম পাকিস্তান সমস্যার সমাধান কোন পথে হতে পারে তার স্পষ্ট ইঙ্গিত দেয়। আর্টিকেল ৩৭০ কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের যে অনুকূল পরিবেশ তৈরি করেছিল তার ফলশ্রুতিতেই ৯০ এর দশকে কাশ্মীরে হিন্দু নিধন ও পলায়ন। কিন্তু আর্টিকেল ৩৭০ তুলে দেওয়ার পক্ষে বলা রাষ্ট্রবাদী দলকে সাম্প্রদায়িক তকমা লাগিয়ে দেওয়া হয়। কিন্তু ২০১৯ সালে আর্টিকেল ৩৭০ তুলে দেওয়ার ফলে অবশিষ্ট ভারতবর্ষের সঙ্গে কাশ্মীরের বাণিজ্য, পর্যটন, সাংস্কৃতিক যোগাযোগ ও আইন-বিচারব্যবস্থার সামঞ্জস্য স্থাপিত হয় আর সেটাই পাকিস্তান তথা সন্ত্রাসবাদীদের চক্ষুশূল হয়ে ওঠে।
আর দেশের শাসনক্ষমতায় রাষ্ট্রবাদী তথা ভারতীয় সংস্কৃতির প্রতি আস্থাবান দল ক্ষমতায় থাকলেই পাকিস্তানের বুঝতে অসুবিধা হয় না যে ভারতে তাদের কার্যকলাপ চালানো অসম্ভব। যেমনটি ১৯৯৯ সালে হয়েছিল। তৎকালীন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী শান্তির চেষ্টা করলেও ছলনা ও বিশ্বাসঘাতকতা যাদের রক্তে, সেই পাকিস্তান কার্গিল সেক্টরে সন্ত্রাসবাদীদের অনুপ্রবেশ ঘটায়। মে থেকে জুলাই মাস পর্যন্ত চলা এই অপারেশন ‘বিজয়’ ভারতীয় সেনাবাহিনীর বীরত্ব ও আত্মত্যাগের এক অনন্য নিদর্শন হয়ে ওঠে। এইসময় সন্ত্রাসবাদীদের সঠিক অবস্থান জানার জন্য আমেরিকার কাছে জিপিএস সিস্টেমের সহায়তা চাইলে , ভারত প্রত্যাখাত হয়।
উল্টে, আমেরিকার মাধ্যমে পাকিস্তান পরমাণু হামলার হুমকি দেয়। কিন্তু ভারত সেই হুমকির সামনে নতজানু হয় নি বরং আমেরিকা কে বাজপেয়ী জী বলেছিলেন ভারতে পরমাণু আক্রমণ হলে পরের দিন সকালে পাকিস্তান নামক কোনো দেশ পৃথিবীতে থাকবে না।
২০০১ সালের পরে রাষ্ট্রক্ষমতায় কংগ্রেস এলে স্বাভাবিকভাবেই পাকিস্তান নিজের পালে হাওয়া পেতে শুরু করে। ২০০৮ সালের ২৬ শে সেপ্টেম্বর নিরীহ মানুষের ওপর আক্রমণ চালায় আজমল কাসাভ সহ পাকিস্তান থেকে আসা সন্ত্রাসবাদীরা।
নিজেদের সমস্যা নিজেরা মেটানোর মতো সামরিক ক্ষমতা সেই সময় থাকলেও কংগ্রেস সরকার সন্ত্রাসবাদী আক্রমণের তথ‌্য-প্রমাণাদি নিয়ে আন্তর্জাতিক বিচারালয়ে ও রাষ্ট্রপুঞ্জের দ্বারস্থ হয়। আর ওদিকে ২৬/১১ এর মূল কুচক্রী ইসলামিক সন্ত্রাসবাদী সংগঠন লস্কর-এ-তৈবার হাফিজ সাঈদ পাকিস্তানে বসে মজা দেখতে থাকে। এমনকি দিগ্বিজয় সিং এর মতো কংগ্রেসের কিছু নেতা ২৬/১১ এর সন্ত্রাসবাদী আক্রমণকে ‘হিন্দু সন্ত্রাসবাদ’ প্রমাণ করার জন্য উঠেপড়ে লেগে থাকে। কিন্তু জীবিত অবস্থায় ধৃত সন্ত্রাসবাদী আজমল কাসভের জন্য সেই ষড়যন্ত্র বিফল হয়।

২০১৪ সালে ভারতের রাষ্ট্রক্ষমতায় আবার রাষ্ট্রবাদী দল আসলে , ২০১৯ সালে আর্টিকেল ৩৭০ তুলে দেওয়া হয়। কাশ্মীরের পর্যটন ফুলে ফেঁপে ওঠে, কাশ্মীরের যুবকরা পাকিস্তানের ফাঁদ থেকে বেরোতে শুরু করে। ভারতীয় অর্থব্যবস্থা শক্তিশালী হওয়ার সাথে বৈদেশিক নীতিতেও ভারত নিজের স্বার্থ অক্ষুণ্ন রেখে ভূ-রাজনৈতিক ক্ষেত্রে বিশেষ মর্যাদা পেতে শুরু করে আর পাকিস্তানের অর্থব্যবস্থা ও বিশ্বস্তরে মর্যাদা কোনোভাবেই ভারতের সঙ্গে প্রতিযোগিতাতেও আসে না।
নিজের দেশের বিশৃঙ্খলা ঢাকতে আর তাদের মজ্জাগত ভারত তথা হিন্দু বিরোধীতা কে এগিয়ে নিয়ে যেতে পাকিস্তান সেনাবাহিনীর সহায়তায় ২০২৫ সালের ২২ শে এপ্রিল কাশ্মীরের পহেলগাঁও তে ২৬ জন নিরীহ পর্যটকদের ‘হিন্দু’ পরিচয় জিজ্ঞাসা করে গুলি করে সন্ত্রাসীরা। ‘হিন্দু’ পরিচয়ের জন্যই কাশ্মীরের হিন্দুদের কাশ্মীর ছাড়তে হয়েছিল, হিন্দু মা-বোনের ইজ্জত লুট হয়েছিল, ‘হিন্দু’ পরিচয়ের জন্যই নোয়াখালীর হিন্দু হত্যাকাণ্ড আর হিন্দু মূর্তিপূজক বলেই মহম্মদ বিন কাশিম থেকে শুরু করে সুলতান মাহমুদ তারপর লোদী-তুঘলক-শাহ-মোঘলরা হিন্দুর মঠ-মন্দির ধ্বংস করেছে কিন্তু একবিংশ শতাব্দীতে আপন ইতিহাস সম্পর্কে উদাসীন ভারতীয়রা যখন ইতিহাস কে টিভির স্ক্রিনে বর্তমানের আলোয় দেখতে পেলো তখন মুর্শিদাবাদে ধুলিয়ান আর পহেলগাঁও – এর ঘটনার মৌলিক কারণ বুঝতে কারো অসুবিধা হলো না।
যে মিডিয়া – সংবাদপত্র সন্ত্রাসবাদের ‘উপাসনা পদ্ধতি’ খুঁজে পায় নি, তারাও রেখে-ঢেকে হলেও বলতে বাধ্য হলো সন্ত্রাসবাদের আসল পরিচয়।
সারা দেশ তখন প্রতিশোধ চায়।
শুধুমাত্র হিন্দু হওয়ার জন্য সেই হিন্দু মা-বোনোদের সিঁথির সিঁদুর যারা মুছে দিয়েছিল তাদের মৃত্যুর পরোয়ানা নিয়ে এলো — ‘অপরেশন সিঁদুর’।
কার্গিলের সময়ের ভারতের থেকে এই ভারত শত্রুর উপর আঘাত করতে আত্মনির্ভর হয়েছে।
স্ব-বিকাশিত AkashTeer সিস্টেম, SAMAR, Akashteer, S‑400 সুদর্শন এয়ার ডিফেন্স সিস্টেম, আকাশ প্রতিরক্ষা , নিজস্ব জিপিএস সিস্টেম NavIC ও ISRO স্যাটেলাইট,
উন্নত Rafale , SCALP-HAMMER মিসাইল,
Pinaka, Barak‑8 , ব্রহ্মোস মিসাইল এবং ত্রি-বাহিনী সমন্বয়ের সাহায্য ভারত শুধু পাকিস্তান নয় , বিশ্বের শক্তিধর দেশগুলিকেও দেখিয়ে দিয়েছে নতুন ভারতের রূপ।
প্রথম ধাপে মে মাসে শুধুমাত্র জঈশ-ই-মহম্মদ ও লস্কর-ই-তৈবার ৯ টি জঙ্গি ঘাঁটিতে আক্রমণ করে ১০০-র বেশি সন্ত্রাসীদের হুরপ্রাপ্তিতে সহায়তা করে ভারত। এর প্রতিক্রিয়াতে পাকিস্তান ড্রোন হামলা করে দুঃসাহস দেখালে, ভারত নিজের ক্ষমতার কিয়দংশ দেখিয়েই ভারত পাকিস্তানের ৪০ এর বেশি সামরিক বাহিনীর কর্মকর্তা নিহত হয় , ১১ টি এয়ার বেস ক্ষতিগ্রস্ত হয় , চীন-আমেরিকা থেকে নেওয়া ৯ টি এয়ারক্রাফট ধ্বংস হয়। নূরখান এয়ারবেস ধ্বংস হলে পাকিস্তান আমেরিকার মাধ্যমে যুদ্ধবিরতির ভিক্ষা চাইলে ভারত ১০ই মে ‘অপারেশন সিঁদুর’ আপাতত স্থগিত বলে ঘোষণা করে।
১৯৯৯ এর কার্গিল বিজয় থেকে ২০২৫-এর ‘অপারেশন সিঁদুর’ পর্যন্ত সময়ে পাকিস্তান বিষয়ে ভারতের অবস্থান রাষ্ট্রবাদী সরকারের আমলে পরিবর্তন হয়েছে। ভারত স্পষ্টভাবে ঘোষণা করেছে ; ‘কাশ্মীর’ নিয়ে যদি আলোচনা করতেই হয় তাহলে তা হবে শুধু ‘পাক-অধিকৃত’ কাশ্মীর নিয়ে , সন্ত্রাসবাদ না বন্ধ করলে পাকিস্তানের সঙ্গে কোনো আলোচনা নয় , পাকিস্তানের কোনো নিউক্লিয়ার – ব্ল্যাকমেইলিং ভারত আর সহ্য করবে না , যে কোনো সন্ত্রাসবাদী আক্রমণ কে সরাসরি যুদ্ধ হিসেবেই বিবেচনা করবে ভারত আর সিন্ধু জল চুক্তি কে ভারত নিজের সুবিধামতো স্থগিত রাখবে।
‘অপরেশন সিঁদুর’ সারা বিশ্বে সামরিক শক্তির নিরিখে ভারতকে উচ্চাসনে বসিয়ে দিয়েছে আর চীনা অস্ত্রের দম্ভে পাকিস্তান নিজেকে সুরক্ষিত মনে করতো বিশ্বের বাজারে সেই চৈনিক অস্ত্রের মুখ পুড়েছে। শুধু তাই নয়, ভারত রাশিয়া-ফ্রান্স-ইজরায়েল থেকে যে অস্ত্র আমদানি করেছে ভারতীয় বিজ্ঞানীরা আপন মেধাকে কাজে লাগিয়ে সেই অস্ত্রগুলোকে আরো ঘাতক ও নিখুঁত করেছে যা ঐ দেশগুলিকেও বিস্মিত করেছে।
‘অপরেশন সিঁদুর’ এর সময় ভারতের অভ্যন্তরীণ শত্রু ‘কমিউনিস্ট’রা বিপদে পড়েছে — অপারেশনের আগে তারা দেশের প্রধানমন্ত্রীকে অক্ষম দেখাতে উঠে পড়ে লেগেছিল কিন্তু অপারেশনের সময় পাকিস্তানের শিরে সংক্রান্তি হলে কমিউনিস্টরা পাকিস্তানের তৃষ্ণা মেটাতে ও যুদ্ধ বন্ধ করার দাবিতে রাস্তায় নেমে পড়ে।
ভারতের মানুষের চোখ খুলে দেওয়ার জন্য অপারেশন সিঁদুর এক গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে — একদিকে যেমন সন্ত্রাসবাদের মূল কারণ বুঝিয়ে দিয়েছে আর চিনিয়ে দিয়েছে ভারতের ভেতরের শত্রুদের।
ভারতের মানুষ উপলব্ধি করেছে শুধু সামরিক ক্ষমতা থাকাটাই যথেষ্ট নয়, সেই শক্তিকে প্রয়োগ করতে প্রয়োজন এক রাষ্ট্রবাদী সরকার আর যোগ্য নেতৃত্ব নচেৎ ‘কার্গিল বিজয়’ বা ‘অপারেশন সিঁদুর’-এর পরিবর্তে শুধুই পড়ে থাকবে সিদ্ধান্তহীনতা ও পরাজয়ের ২৬/১১।

পিন্টু সান্যাল

From Kargil Victory to ‘Operation Sindoor’: A Clear Message About the Fundamental Prerequisite of a Secure Bharat

The unnatural nation that was created in 1947 by weaponizing religious divisions and fragmenting Bharat in the name of religion has, for nearly eight decades, failed to maintain peace within itself or offer peace to the world. A nation born out of hatred, whose very foundation is the division of humanity in the name of worship, was destined for such a fate.

Today, Pakistan stands as a failed state—primarily due to its path of anti-India sentiment. It has been a puppet of China at times and the USA at others, and has gifted the world with terrorism. This very state, born of terror, has failed even to offer basic civil rights to the people of Pakistan-occupied Kashmir, while continuing to demand Kashmir. Every attempt to take Kashmir by force has ended in defeat—be it the wars of 1947–48, 1965, or 1971. Even after the emergence of Bangladesh in 1971 as a separate nation, Pakistan did not abandon its dream of seizing Kashmir.

Having realized that defeating India in direct warfare was impossible, Pakistan’s former President and military dictator General Zia-ul-Haq declared: “India will bleed by a thousand cuts.” The idea was not full-scale war, but to gradually bleed India through regular terrorist attacks, insurgency, and unrest.

From the 1980s, Pakistan’s ISI (Inter-Services Intelligence) intensified its terror operations, jihadist training, and anti-India propaganda. The consequences were seen across the 1990s and 2000s—jihadist attacks in Kashmir, support for the Khalistan movement in Punjab, the 1999 Kargil incursion, the 2001 Parliament attack, the 2008 Mumbai attacks (26/11), and the 2025 massacre in Pahalgam, where Hindus were selectively identified and brutally murdered.

This timeline from 1999 to 2025 makes it abundantly clear what solution is viable for the Pakistan problem. Article 370 had created a favorable environment for separatists in Kashmir, resulting in the 1990s exodus and genocide of Hindus from the region. Yet, those advocating for the removal of Article 370 were branded communal. But the abrogation of Article 370 in 2019 facilitated economic, cultural, judicial, and legal integration between Kashmir and the rest of India—something that irked Pakistan and its terror machinery deeply.

When a nationalist and culturally rooted party is in power in India, Pakistan gets the clear message that its activities will not go unchallenged—such as in 1999. Despite then-Prime Minister Atal Bihari Vajpayee’s attempts at peace, Pakistan, whose bloodstream carries treachery, launched a terrorist infiltration in the Kargil sector. The operation, codenamed Vijay, which ran from May to July, became a timeless testament to Indian Army bravery and sacrifice.

When India sought GPS assistance from the U.S. during Kargil to identify terrorist positions, the request was denied. Instead, Pakistan, through the U.S., threatened nuclear retaliation. But India stood firm. Vajpayee clearly told the Americans: “If a nuclear attack is carried out on India, there will be no Pakistan on the world map the next morning.”

However, when Congress returned to power in 2001, Pakistan began to breathe easier. The 26/11 attacks in 2008 were perpetrated by Pakistani terrorists like Ajmal Kasab. Despite having sufficient military strength to retaliate, the Congress government chose to take the matter to international courts and the UN with evidence. Meanwhile, Hafiz Saeed, mastermind of 26/11 and head of the terrorist organization Lashkar-e-Taiba, continued enjoying impunity in Pakistan. Shockingly, some Congress leaders like Digvijay Singh attempted to portray the 26/11 attack as “Hindu terrorism.” But with Kasab caught alive, this conspiracy failed.

With a nationalist government returning to power in 2014, Article 370 was abrogated in 2019. Kashmir witnessed a tourism boom, and its youth began breaking free of Pakistan’s traps. Alongside India’s growing economic power, its foreign policy too began to assert its interests clearly, gaining strategic stature. Meanwhile, Pakistan’s economy and international reputation spiraled downward, making it unfit to compete with India.

To cover up its internal failures and continue its deep-rooted anti-India and anti-Hindu agenda, Pakistan—with support from its military—carried out a brutal terrorist attack on 22nd April 2025 in Pahalgam, Kashmir. There, 26 innocent Hindu tourists were executed after being identified by their ‘Dharma’.

This same Hindu identity had once led to the forced exodus of Hindus from Kashmir, the assault on Hindu mothers and sisters, the Noakhali massacre, and since the time of Muhammad bin Qasim, Hindu temples and monasteries had been demolished by successive Islamic rulers like Mahmud of Ghazni, Lodis, Tughlaqs, and Mughals. But in the 21st century, when Indians—detached from their history—saw the realities unfold on television, the fundamental reasons behind incidents in Pahalgam or Dhulian in Murshidabad were no longer obscure.

Even the media and newspapers, who once searched for a “religious justification” for terrorism, were forced—however subtly—to acknowledge its true nature. The entire nation demanded retribution.

Those very terrorists who had wiped the sindoor (vermillion) from the foreheads of Hindu mothers and sisters simply for being Hindu, now had their death warrant issued—Operation Sindoor.

Today’s Bharat, unlike in the Kargil era, is self-reliant when it comes to striking back. Home-grown technologies such as the AkashTeer system, SAMAR, S‑400 Sudarshan Air Defense System, Akash missile defense, indigenous GPS system NavIC, and ISRO satellites, along with advanced Rafale jets, SCALP-HAMMER missiles, Pinaka, Barak-8, BrahMos missiles, and tri-services coordination—have demonstrated not just to Pakistan but to the entire world the might of a New India.

In the first phase of Operation Sindoor in May, Bharat targeted 9 terror bases of Jaish-e-Mohammed and Lashkar-e-Taiba, eliminating over 100 terrorists. When Pakistan dared to respond with drone attacks, India unleashed only a fraction of its full strength—killing over 40 Pakistani military officers, damaging 11 airbases, and destroying 9 aircraft imported from China and the U.S. The destruction of the Noor Khan Airbase forced Pakistan to beg the U.S. for ceasefire mediation, following which Bharat temporarily suspended Operation Sindoor on 10th May.

From the Kargil victory of 1999 to Operation Sindoor of 2025, India’s stance on Pakistan has transformed under nationalist governments. India now declares unequivocally:

Any discussion on Kashmir will be only about Pakistan-occupied Kashmir.

No dialogue with Pakistan until terrorism is dismantled.

Bharat will not tolerate nuclear blackmail from Pakistan.

Any terrorist attack will be treated as an act of war.

The Indus Water Treaty will be suspended or modified as per Bharat’s strategic needs.

Operation Sindoor has elevated India’s military status globally. The much-hyped Chinese weaponry—on which Pakistan depended—has been exposed. Not only that, India has improved imported weapons from Russia, France, and Israel using its own scientific expertise, surprising those very countries.

During Operation Sindoor, India’s internal adversaries—namely communists—found themselves in a quandary. Before the operation, they tried to portray the Prime Minister as incapable. But as Pakistan faced dire consequences during the operation, the communists hit the streets demanding ceasefire, serving Pakistan’s desperation.

Operation Sindoor played a vital role in opening the eyes of the Indian public—it not only revealed the roots of terrorism but also exposed Bharat’s internal enemies. The people of Bharat now understand that having military power is not enough—it requires a nationalist government and competent leadership to use that power. Without that, Kargil Victory or Operation Sindoor would have been replaced only by indecisiveness and the helplessness of another 26/11.

Pintu Sanyal

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.