•স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (SBI) আগামী পাঁচ দিনের মধ্যে গ্রাহকদের জন্য অনেক নিয়ম পরিবর্তন করতে চলেছে। ব্যাঙ্ক শাখা এবং ATM থেকে টাকা তোলা সহ বই যাচাই সংক্রান্ত নিয়মে পরিবর্তন হতে চলেছে। এই নতুন নিয়ম কার্যকর হবে আগামী মাসের ১ জুলাই থেকে। নতুন চার্জ বেসিক সেভিংস অ্যাকাউন্ট ডিপোজিট (BSBD) অ্যাকাউন্টধারীদের জন্য প্রযোজ্য হবে।
•এসবিআই বেসিক সেভিংস ব্যাঙ্ক ডিপোজিট অ্যাকাউন্টটি (Savings bank deposit account) দরিদ্র শ্রেণির জন্য তৈরি৷ কোনও ফি বা চার্জ ছাড়াই অ্যাকাউন্টটি খুলতে আরও বেশি করে উৎসাহ দেওয়া হয়। একে জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্টও (Zero Balance saving account) বলা হয়। কোনও ন্যূনতম বা সর্বোচ্চ ব্যালেন্সের প্রয়োজন নেই। এই অ্যাকাউন্টধারীরা একটি এটিএম-কাম-ডেবিট কার্ড পান। বৈধ KYC ডকুমেন্ট রয়েছে এমন যে কোনও ব্যক্তি এসবিআইয়ের সাথে বিবিএসডি অ্যাকাউন্ট খুলতে পারবেন।
•বিএসবিডি গ্রাহকদের জন্য এটিএম (ATM) এবং ব্যাঙ্ক শাখা সহ চারবার বিনামূল্য টাকা তোলার সুবিধা পাওয়া যাবে। ৪বারের পরে প্রতিটি লেনদেনে ১৫ টাকা প্লাস জিএসটি (GST)নেওয়া হবে। নগদ প্রত্যাহারের চার্জ হোম শাখা এবং এটিএম এবং এসবিআই-এর এটিএমগুলিতে প্রযোজ্য হবে।
•১. এসবিআই বিএসবিডি অ্যাকাউন্টধারীরা আর্থিক বছরে ১০টি কপির চেক পাবে। এখন ১০টি চেকযুক্ত চেক বইতে চার্জ দিতে হবে। ১০টি পাতার চেক জন্য, ব্যাঙ্ক ৪০টাকা প্লাস জিএসটি নেবে।
২. চেক পাতাগুলির জন্য, ব্যাঙ্ক ৭৫ টাকা এবং জিএসটি চার্জ করবে।
৩. জরুরি চেক বই ১০টি পাতার জন্য ৫০টাকার বেশি জিএসটি লাগবে।
৪. প্রবীণ নাগরিকদের চেক বইয়ের নতুন পরিষেবা চার্জ থেকে ছাড় দেওয়া হবে।
৫. ব্যাঙ্ক বিবিএসডি অ্যাকাউন্টধারীদের ঘরে এবং তাদের নিজস্ব বা অন্য ব্যাঙ্ক শাখা থেকে অর্থ তোলার জন্য কোনও মূল্য নেওয়া হবে না।5/ 6
•এসবিআই এটিএম বা ব্যাঙ্ক শাখা থেকে ৪বার বিনামূল্যে টাকা তোলা হবে। এর পরে, অর্থাৎ ৪ বার বিনামূল্য টাকা তোলার পরে নগদ প্রত্যাহারের ১৫ টাকা এবং জিএসটি চার্জ লাগানো হবে। ট্যুইটারের মাধ্যমে এই তথ্য দিয়েছে এসবিআই।
•SBI সম্প্রতি চেক ব্যবহার করে নগদ প্রত্যাহারের সীমাটি প্রতিদিন ১ লাখ বাড়িয়ে দিয়েছে। সেভিংস ব্যাঙ্কের পে স্লিপ ফর্মটি ব্যবহার করে ১দিনে ২৫হাজার টাকা ওঠানো যাবে৷ এছাড়াও, তৃতীয় পক্ষের নগদ প্রত্যাহার প্রতি মাসে ৫০হাজার টাকা হয়েছে৷