1/5Reliance JioAirFiber: ২০২২-এর ২৯ অগস্ট সোমবার। রিলায়েন্সের ৪৫ তম বার্ষিক সভা বা AGM 2022। আর তাতেই নয়া ভার্চুয়াল কম্পিউটার পরিষেবার পরিকল্পনা ঘোষণা করল সংস্থা।
2/5রিলায়েন্স গোষ্ঠী জানিয়েছে, এর ফলে ব্যবহারকারীরা আপগ্রেড করার খরচ থেকে বেঁচে যাবেন। ভার্চুয়াল পিসি ব্যবহার করতে পারবেন তাঁরা। এই ভার্চুয়াল পার্সোনাল কম্পিউটারকে Jio ক্লাউড পিসি বলা হবে।
3/5কোনো আগাম বিনিয়োগের প্রয়োজন নেই। সময়ের সঙ্গে পর্যায়ক্রমিক আপগ্রেডিংয়েরও টেনশন নেই এই জিও ক্লাউড পিসি-তে। ফলে বাড়ি, অফিসে ব্যক্তিগত কম্পিউটার আপগ্রেড করার বিষয়টি অতীতের ব্যাপার হয়ে যাবে।
4/5ক্লাউড পিসি-র জগতে প্রবেশ করতে চলেছে Jio। নতুন জিও এয়ার ফাইবার পরিষেবা চালু করছে রিলায়েন্স(JioAirFiber)।
5/5জিও-র ক্লাউড পিসি ব্যবহার করার জন্য, শুধু প্রাথমিক সাবস্ক্রিপশনের মতো টাকা প্রদান করতে হবে। রিলায়েন্স এদিন জানায়, এর ফলে প্রত্যেক ভারতীয় বাড়িতে এবং প্রতিষ্ঠানে সহজেই, কম খরচে এক বা একাধিক ভার্চুয়াল পিসি-র সুবিধা মিলবে।