1/4গত ৩ অগস্ট অর্থ মন্ত্রকের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। সেখানেই রেলের কনফার্ম টিকিট বাতিলের উপর জিএসটি ধার্য করার কথা বলা হয়েছিল। পাশাপাশি হোটেলে ঘরের বুকিং বাতিলের ক্ষেত্রেও জিএসটি ধার্যের কথা বলা হয়েছিল। বিজ্ঞপ্তি এই কর ধার্য করার যুক্তিও দেওয়া হয়েছিল।
2/4 বিজ্ঞপ্তি অনুযায়ী, রেলের টিকিট কাটা একটি চুক্তি। এই চুক্তি রেলের সঙ্গে হয় সংশ্লিষ্ট যাত্রীর। তবে টিকিট বাতিলের অর্থ সেই চুক্তি ভঙ্গ করা। এদিকে টিকিট বাতিল বাবদ যে চার্জ যাত্রীকে দিতে হয়, তা একটা লেনদেন। এই আবহে সেই লেনদেনের উপর জিএসটি ধার্য করা উচিত বলে জানানো হয়েছে।
3/4বর্তমানে রেলের সংরক্ষিত টিকিট কাটার ক্ষেত্রে ৫ শতাংশ জিএসটি দিতে হয় যাত্রীদের। বিজ্ঞপ্তি অনুযায়ী, নিশ্চিত টিকিট বাতিলের ক্ষেত্রেও এবার থেকে ৫ শতাংশ হারে জিএসটি কাটা হবে।
4/4সফরের আগে ১২ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে রেলের টিকিট বাতিল করা হলে টিকিটের ২৫ শতাংশ কেটে নেওয়া হয়। এবার সেই ২৫ শতাংশ পরিমাণের উপর ৫ শতাংশ জিএসটি ধার্য করা হবে। ৪৮ ঘণ্টা আগে টিকিট বাতিল করলে যে পরিমাণ টাকা কাটা হয়, তার উপরও ৫ শতাংশ হারে জিএসটি ধার্য করা হবে। এসি টু-টায়ার, থ্রি টায়ার বা সাধারণ স্লিপার অথবা চেয়ারকারের টিকিটের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে।