জীবন
ধারণ এবং কর্মসংস্থানের জন্য
সকল দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান
করলেন উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু (Benkaiah Naidu)। রবিবাসরীয়
সকালে নিজের ফেসবুক পোস্টে
উপরাষ্ট্রপতি লিখেছেন, বিশ্বের বেশিরভাগ দেশ লকডাউন তুলে
দিয়ে অর্থনীতির প্রতি মনোনিবেশ করছে। দেশের
অর্থনীতিকে চাঙ্গা করার জন্য
সরকারের তরফ থেকে একাধিক
পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।সকল
দেশবাসীর উচিত নির্দেশিকা পূর্ণরূপে
পালন করে সরকারকে সহায়তা
করা।
আধ্যাত্মিকতার
প্রতি আস্থা এবং বিজ্ঞানের
সত্যতার প্রতি বিশ্বাস এর
মধ্যেই ভারতের শক্তি নিহিত। করোনা
থেকে অযথা ভয় না
পেয়ে সর্তকতা এবং নিরাপত্তা অবলম্বন
করতে হবে।প্রত্যেক
দেশবাসীর নিজেকে নিরাপদ রাখতে
গেলে মুখে মাস্ক পরা,
সামাজিক দূরত্ব বজায় রাখা
এবং ঘনঘন হাত ধোয়া। শরীরের
রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার
জন্য ভেষজ খাবারের ওপর
গুরুত্ব দিয়েছেন উপরাষ্ট্রপতি। তার
মতে শুধু খাবার খেলেই
হবে না তার সঙ্গে
নিয়মিত শারীরিক কসরতের একান্ত দরকার। ফলে
যোগাভ্যাস এবং প্রাণায়ম নিয়মিত
করে যেতে হবে।
পাশাপাশি অযথা উৎকণ্ঠা হওয়ার
কোন দরকার নেই।
এতে করে মানসিক শান্তি
বিঘ্নিত হয়। অবসর
সময় মানসিক চাপ থেকে
দূরে থাকার জন্য সাহিত্যচর্চা,
ছবি আঁকা, গান শোনা,
নতুন ভাষা শেখা এবং
প্রযুক্তির সহায়তায় আত্মীয় ও বন্ধুর সঙ্গে
গল্প করার ওপর গুরুত্ব
দিয়েছেন উপরাষ্ট্রপতি। সামাজিক
মাধ্যমে কোন উত্তেজক ভ্রান্ত
করা খবরে গুরুত্ব না
দেওয়ার কথা তিনি জানিয়েছেন।