অসাধু অর্থলগ্নি সংস্থার বিরুদ্ধে কেন্দ্রীয় ও রাজ্য তদন্ত সংস্থার তদন্তে ক্ষোভ অল বেঙ্গল চিট ফান্ড সাফারার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের

বিভিন্ন অসাধু অর্থলগ্নি সংস্থার বিরুদ্ধে থমকে যাওয়া তদন্ত ফের শুরু করে
বঞ্চিতদের অর্থ ফেরৎ দেওয়ার দাবি তুলল অল বেঙ্গল চিট ফান্ড সাফারার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। সংগঠনের অভিযোগ, কেন্দ্রীয় ও রাজ্য কোনও তদন্ত সংস্থা কোনও রকম ভূমিকা পালন করছে না।

সোমবার সংগঠনের রাজ্য সভাপতি রূপম চৌধুরী এক বিবৃতিতে জানান, “বিগত কিছুকাল ধরে অতীতের চিটফান্ড কোম্পানিগুলোর একটা অংশ নানা নতুন নতুন চতুরতার সাথে এ রাজ্যেও দেশের নানা জায়গায় জনগণকে প্রতারিত করছে। কলকাতায় লিজা নামে সংস্থা এনজিওর ফাঁদ পেতে, ঋণ পাইয়ে দেওয়ার নাম করার চক্র, ক্রিস্টাল উইণ্ডো-সহ নানা নামে বিভিন্ন সংস্থা কলকাতা সহ রাজ্যে হাজার হাজার মানুষকে আবার নতুন করে প্রতারিত করছে।

সেবি, ইডি ও সিবিআই, রাজ্য সরকারের ইকোনমিক অফেনস উইং কোনো রকম ভূমিকা পালন করছে না। এর সাথে একথাও আমাদের সকলের মনে আছে সুপ্রিম কোর্টের নির্দেশে ২০১৪ সালে চিটফান্ড কোম্পানির মাধ্যমে লুঠ হওয়া লাখ লাখ কোটি টাকার তদন্ত কোনও অদৃশ্য কারণে ৮ বছর ধরে এগোচ্ছে না। আজও সত্য উদ্ঘাটিত হলো না।

কোটি কোটি মানুষ ন্যায় বিচার ও টাকা ফেরত পেলো না। উভয় সরকার দেশের জনতাকে দেওয়া কথা পালন করেননি। এখন আবার নতুন প্রতারণার ফাঁদ। আমাদের সংগঠনের দাবি, অবিলম্বে উভয় সরকার দায়িত্ব নিয়ে এই প্রতারণার জাল উৎপাটন করুক। এই চক্রের রাঘব বোয়ালদের গ্রেফতার করে, দৃষ্টান্তমূলক মূলক শাস্তি দিতে হবে।“

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.