৭০ লক্ষ কোটি টাকার প্রধানমন্ত্রী (Prime Minister) গরিব কল্যাননিধি যোজনার (Kalyanidhi Yojana) মাধ্যমে খাদ্য এবং DBT ট্রান্সফার।
প্রত্যেক গরিব পরিবারের জনপিছু ৫ কেজি চাল/গম এবং ১ কেজি ডাল আগামী ৩ মাসে বিনামূল্যে।
কনস্ট্রাকশন লেবারদের একাউন্টে DBT এর মাধ্যমে পাঠানোর জন্য এক্সট্রা ৩১০০০ কোটি টাকার ফান্ড।
স্বাস্থ্যকর্মী যারা কোরোনা মোকাবিলায় কাজ করছেন তাদের জন্য ৫০ লাখ টাকার বীমা।
জনধন একাউন্টধারী মহিলাদের একাউন্টে সরাসরি ৫০০ টাকা ৩ মাস ধরে।
উজ্জ্বলা যোজনার লাভর্থীদের আগামী ৩ মাসে ৩ টি সিলিন্ডার বিনামূল্যে।
বৃদ্ধভাতা, দিব্যাঙ্গ ভাতা প্রাপকদের ১০০০ টাকা এক্সট্রা।
১০০ দিনের কাজের কর্মীদের ২০০০ টাকা ভাতা এক্সট্রা, এবং মজুরি বেড়ে ১৮২ টাকা থেকে ২০২ টাকা।
সেল্ফ হেল্প গ্রুপদের কো-ল্যাটারাল লোন ১০ লাখ থেকে বাড়িয়ে ২০ লাখ।
EPF একাউন্ট ধারকদের জন্য তিনমাস ২৪% এক্সট্রা সুদ।
প্রধানমন্ত্রী কৃষক সম্মাননিধি যোজনার মাধ্যমে ৬০০০ টাকা দেশের ৯ কোটি কৃষককে, যার ২০০০ টাকা এখুনি ঢুকে যাবে।কিন্তু দুর্ভাগ্য যে মমতা ব্যানার্জী বাংলার কৃষকদের নামের লিস্ট পর্যন্ত পাঠায়নি।
2020-03-26