নাগরোটায় হদিশ সুড়ঙ্গের, মিলল করাচি লেখা বস্তা
জম্মু ও কাশ্মীরের নাগরোটায় সুড়ঙ্গের হদিশ ।রবিবার সাম্বা সেক্টরের যে আন্তঃসীমান্ত এই সুড়ঙ্গের হদিশ পায় বিএসএফ। সেখানে মিলেছে করাচির বালির বস্তা। এই ঘটনায় জইশ-ই-মহম্মদ জঙ্গিরা কোথা দিয়ে ভারতে ঢুকেছিল, তারও হদিশ মিলল। সেই সঙ্গে নাগরোটাকাণ্ডে পাকিস্তান- জইশ-ই-মহম্মদ জঙ্গি যোগ আরও জোড়াল হল । বিএসএফের ইনস্পেক্টর জেনারেল এনএস জামওয়াল বলেন, ‘রবিবারRead More →