সিস্টার অভয়া হত্যাকাণ্ড আদতে প্রবলপ্রতাপ ক্যাথলিক চার্চের কুকীর্তির দলিল
১৯৯২ সাল থেকে ২০২০। মাঝখানে কেটে গিয়েছে ২৮টা বছর। অবশেষে শাস্তি পেল সিস্টার অভয়ার (Sister Abhaya) হত্যাকারীরা। গত বুধবার তিরুবনন্তপুরমের বিশেষ সিবিআই (CBI) আদালত যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে অপরাধীদের। সেই সঙ্গে ৫ লক্ষ টাকা জরিমানা ধার্য করা হয়েছে। পাশাপাশি তথ্যপ্রমাণাদি লোপাটের অপরাধে আরও সাত বছর কারাবাসের রায় শোনানো হয়েছে।অভিযুক্ত ফাদারRead More →