ধমক খাইনি কিন্তু ধমক দিতে দেখেছি তাকে
প্রণব মুখার্জি কেমন মানুষ ছিলেন? দাম্ভিক? রসবােধহীন? রাশভারী? স্বার্থপর? প্রতিহিংসাপরায়ণ? পশ্চিমবঙ্গ বিমুখ?উত্তর খুঁজব পরে। তার আগে কিছু স্মৃতিচারণ করা যাক। দীর্ঘ ৩০ বছরের ওপর সাংবাদিকতা করেছেন কলকাতায় ও দিল্লিতে, এমন কোনও ব্যক্তি খুঁজে পাওয়া ভার, যাঁরা প্রণব মুখার্জির সান্নিধ্যে আসেননি। তার মধ্যে যাঁরা দীর্ঘদিন কাটিয়েছেন দিল্লিতে, তাঁরা এসেছেন প্রণব মুখার্জিরRead More →