বাঙ্গালির শিরায় ধমনীতে মহাকাব্যের স্রোত
একটি বইয়ের ভূমিকায় রবীন্দ্রনাথ ঠাকুর দুঃখ করে বলেছেন, “এতকাল আমাদের দেশের যে-কেহ অক্ষর মাত্র পড়িতে জানিত, কৃত্তিবাসের রামায়ণ এবং কাশীরাম দাসের মহাভারত না পড়িয়া ছাড়িত না। যাহার অক্ষরবােধ ছিল না, সে অন্যের মুখ হইতে শুনিত। এই রামায়ণ, মহাভারত আমাদের সমস্ত জাতির মনের খাদ্য ছিল; এই দুই মহাগ্রন্থই আমাদের মনুষ্যত্বকে দুর্গতিRead More →