পশ্চিমবঙ্গের জন্ম বাঙ্গালি শুধু আত্মবিস্মৃত নয়, ইতিহাস চর্চায় উদাসীনও বটে
সময় ১৯০৫ প্রতিবাদ! প্রতিবাদ! প্রতিবাদ : গত কয়েকশো বছরে বাঙ্গালির বুকে এত বড়ো মৃত্যুবাণ আর বাজেনি। এই মৃত্যুবাণের আর এক নাম বঙ্গভঙ্গ। বড়লাট কার্জনের তিন বছর ধরে তিল তিল করে গড়ে তোলা সুপরিকল্পিত ষড়যন্ত্র। তার বিরুদ্ধেই প্রতিবাদ উঠেছিল। প্রতিবাদের একই সূত্রে মিলেছিল সেদিন সমগ্র বঙ্গভূমি। মিলেছিল অভিজাত – অভাজন শ্রেণীরRead More →