আইপিএলে কলকাতার কাছে হারের পর বড় শাস্তি পেলেন পন্থ, জরিমানা হল সতীর্থদেরও
বুধবার বিশাখাপত্তনমে কেকেআরের কাছে উড়ে গিয়েছে দিল্লি। আগে বল করে ২৭২ রান হজম করেছে। জবাবে শেষ হয়ে গিয়েছে ১৬৬ রানে। সেই হারের পর আরও বড় ধাক্কা অপেক্ষা করেছিল ঋষভ পন্থ এবং গোটা দলের জন্য। পন্থকে মোটা অর্থ জরিমানা করল বিসিসিআই। সতীর্থদেরও জরিমানা দিতে হবে। চলতি আইপিএলে দ্বিতীয় বার মন্থর ওভারRead More →