ফৈজাবাদ স্টেশনের নাম বদলে দিলেন যোগী আদিত্যনাথ, শীঘ্রই জারি হবে নোটিস।
এলাহাবাদ, মুঘলসরাইয়ের পর এবার ফৈজাবাদ। নাম বদল করে দিলেন যোগী আদিত্যনাথ। এখন থেকে ফৈজবাদ রেল স্টেশনের নাম হচ্ছে অযোধ্যা ক্যান্টনমেন্ট। যোগী সরকারের ওই সিদ্ধান্তে শনিবার সিলমোহর দিয়ে দিল কেন্দ্র। বিরোধীরা নাম পরিবর্তনের এই পদক্ষেপকে হিন্দু ভাবাবেগের রাজনীতি নিয়ে খেলা বলে দাবি করেছে বিরোধীরা। তবে খোদ আদিত্যনাথের দাবি, ওইসব জায়গায় পুরনোRead More →