সমাজ গড়ে চলেছেন জাতীয় পুরস্কার প্রাপ্ত মানবাজারের অঙ্গনওয়াড়ি কর্মী বীথিকা মাহাতো
নানা প্রতিকূলতার মধ্যেও অবিচল হয়ে সমাজ গড়ার কাজ করে চলেছেন দেশের এক প্রত্যন্ত এলাকার অঙ্গওয়াড়ি কর্মী বীথিকা মাহাতো। লতিকা, শিবু, তানিশা, সুমন, তসলিমা-রা গোল করে বসে আছে। আর তাদের মধ্যমণি হয়ে বসে কখনো কবিতা বলছেন, কখনও ওদের রং করা শেখাচ্ছেন বীথিকা। পুরুলিয়ার মানবাজার ১ ব্লকের প্রত্যন্ত এক গ্রামের অঙ্গনওয়াড়ি কর্মীRead More →