আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন উপ-রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু।
শুক্রবার নিজের ট্যুইটবার্তায় উপ-রাষ্ট্রপতি লেখেন, নিজের মাতৃভাষাকে তুলে ধরার জন্য সকল দেশবাসীর এগিয়ে আসা উচিত। পাশাপাশি অন্যান্য ভাষাও শেখা উচিত। বৃহত্তর স্তরে ভারতীয় ভাষাগুলিকে তুলে ধরতে জাতীয় আন্দোলনের প্রয়োজন।
সরকারি চাকরি এবং পরিষেবা ক্ষেত্রে মাতৃভাষার গুরুত্বকে তুলে ধরে উপ-রাষ্ট্রপতি লেখেন, সরকারি চাকরির নির্দিষ্ট পর্যায় পর্যন্ত ভারতীয় ভাষাগুলিকে বাধ্যতা মূলক করা উচিত। প্রশাসনিক কাজ স্থানীয় ভাষাগুলিকে গুরুত্ব দেওয়া প্রয়োজন। উল্লেখ করা যেতে পারে ১৯৫২ সালের এই দিনে (৮ ফাল্গুন, ১৩৫৮) বাংলাকে পূর্ব পাকিস্তানের (অধুনা বাংলাদেশ)অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলনরত ছাত্রদের ওপর পুলিশের গুলিবর্ষণে কয়েকজন তরুণ শহীদ হন। তাদের মধ্যে অন্যতম হলো রফিক,জব্বার,শফিউল,সালাম,বরকত সহ অনেকেই। তাই এ দিনটি শহীদ দিবস হিসেবে চিহ্নিত হয়ে আছে। পরবর্তী সময় রাষ্ট্রসঙ্ঘ একুশে ফেব্রুয়ারিকে বিশ্বব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। বাংলা জাতির শৌর্য ও সংস্কৃতির প্রতীক এই ২১ ফেব্রুয়ারি।
2020-02-21