আগামীকাল পশ্চিমবঙ্গে সম্পূর্ণ লকডাউনের (Lockdown) দিনগুলোয় বন্ধ থাকবে ট্রেন ও বিমানের যাবতীয় পরিষেবা। এ বিষয়ে প্রথমে রাজি না হলেও, পরে নবান্নের আবেদন মেনে নিয়েছে কেন্দ্রীয় সরকার। ফলে আগস্টের ৭ দিন, যে দিনগুলোয় রাজ্যে সম্পূর্ণ লকডাউন, সেই দিনগুলোয় রাজ্যের কোনও স্টেশন থেকে কোনও ট্রেন চলাচল করবে না। বাইরে থেকে কোনও ট্রেনও এ রাজ্যে থামবেও না। করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে ‘ব্রেক দ্য চেন’ ফর্মুলায় এই লকডাউনকে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় বলে মনে করছে নবান্ন (Nabanna)।
যে সমস্ত ট্রেন বাতিল করা হয়েছে সেগুলঘ হল –
আপ ও ডাউন হাওড়া-পাটনা এক্সপ্রেস
১) হাওড়া-নিউ দিল্লি এসি এক্সপ্রেস
২) আপ ও ডাউন হাওড়া-বারবিল স্পেশ্যাল
৩) শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার স্পেশ্যাল
৪) শিয়ালদহ-ভুবনেশ্বর এবং ভুবনেশ্বর-শিয়ালদহ দুরন্ত এক্সপ্রেস
৫) হাওড়া-ভুবনেশ্বর স্পেশ্যাল
৬) যশোবন্তপুর-হাওড়া দুরন্ত এক্সপ্রেস
৭) হাওড়া-যশোবন্তপুর স্পেশ্যাল
৮) বাতিল শালিমার-পাটনা দুরন্ত স্পেশ্যাল এক্সপ্রেস।
প্রসঙ্গত, পূর্ব ও দক্ষিণ-পূর্ব রেলের বিভিন্ন স্টেশন থেকে এই ট্রেনগুলি ছাড়ার কথা ছিল। কিন্তু রাজ্য সরকারের আবেদনে সাড়া দিয়ে যাবতীয় ট্রেন চলাচল বুধবার স্থগিত করে দেওয়া হয়েছে রেল মন্ত্রণালয়ের পক্ষ থেকে।