কাশ্মীর উপত্যকায় জঙ্গি নিকেশ অভিযানে বড়সড় সাফল্য পেল সুরক্ষা বাহিনী। জম্মু ও কাশ্মীরের শোপিয়ান জেলায় সুরক্ষা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে নিকেশ হয়েছে ৩ জন সন্ত্রাসবাদী। নিহত ৩ জন জঙ্গিই লস্কর-ই-তৈবা জঙ্গি সংগঠনের সক্রিয় সদস্য ছিল। দক্ষিণ কাশ্মীরের শোপিয়ান জেলার বাড়িগাম এলাকার ঘটনা। বৃহস্পতিবার রাত থেকে শুরু হয় গুলির লড়াই, শুক্রবার সকালে ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ বিজয় কুমার জানিয়েছেন, শোপিয়ান জেলার এনকাউন্টারে নিকেশ হয়েছে ৩ জন লস্কর জঙ্গি। নিহত জঙ্গিদের নাম এখনও পর্যন্ত জানা যায়নি।
কাশ্মীর জোন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বিশ্বস্ত সূত্রে খবর পাওয়া যায় শোপিয়ান জেলার বাড়িগাম এলাকায় লুকিয়ে রয়েছে বেশ কয়েকজন জঙ্গি। বিশ্বস্ত সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বৃহস্পতিবার রাত থেকেই ওই এলাকায় অভিযান চালায় জম্মু-কাশ্মীর পুলিশ এবং সেনাবাহিনীর যৌথ বাহিনী। জঙ্গিরা যেখানে লুকিয়ে ছিল, সুরক্ষা বাহিনী সেখানে পৌঁছনো মাত্রই গুলি চালাতে থাকে জঙ্গিরা। এরপরই শুরু হয় গুলির লড়াই। রাতভর গুলির লড়াইয়ের পর নিকেশ হয়েছে ৩ জন লস্কর জঙ্গি। এনকাউন্টার স্থল থেকে উদ্ধার করা হয়েছে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ।
বদগাম এনকাউন্টারে মৃত্যু পুলিশ কর্মীর মধ্য কাশ্মীরের বদগাম জেলায় জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে প্রাণ হারিয়েছেন জম্মু-কাশ্মীর পুলিশের একজন স্পেশাল পুলিশ অফিসার। জখম হয়েছেন আরও একজন পুলিশ কর্মী। বদগাম জেলার বীরওয়াহ এলাকার ঘটনা। শহিদ পুলিশ কর্মীর নাম-আলতাফ আহমেদ। জখম পুলিশ কর্মীর নাম-মঞ্জুর আহমেদ। বীরওয়াহ এলাকায় জঙ্গি গতিবিধির খবর পাওয়ার পরই শুক্রবার সকাল থেকে অভিযান চালায় পুলিশ ও সেনাবাহিনী। এনকাউন্টার চলাকালীন প্রাণ হারিয়েছেন একজন পুলিশ কর্মী।