করোনা ভাইরাসের সংক্রমণের প্রভাব পড়ল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (Kolkata International Film Festival)। পরিবর্তিত পরিস্থিতিতে সুরক্ষার কথা মাথায় রেখেই কলকাতা ফিলম ফেস্টিভাল পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamta Banerjee)। আগামী বছরের জানুয়ারি মাসে উৎসবের নতুন দিন ধার্য করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে টুইটারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন একথা। এবারে উৎসবের ২৬তম বছর। নবান্ন সূত্রে খবর, প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। মুম্বইয়ে শাহরুখ খান, অমিতাভ বচ্চন-সহ একাধিক বিশিষ্ট জনের কাছে আমন্ত্রণ পৌঁছেও গিয়েছে। বিভিন্ন বিভাগে প্রতিযোগিতার জন্য ছবির নির্বাচনের কাজও নাকি শেষ। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে এবার থাকছে অর্জুন চক্রবর্তী, দিতিপ্রিয়া রায় অভিনীত ‘অভিযাত্রিক’। এর আগে শোনা গিয়েছিল, এবারের উৎসবে নাকি দেশ-বিদেশের অনেক অতিথিই আসবেন না। এমনিতেই বিশ্বের নামী চলচ্চিত্র উৎসবগুলি হয় পিছিয়ে গিয়েছে, নয় ভারচুয়ালি সম্পন্ন হচ্ছে। মিয়ামি (MAMI) বাতিল হয়েছে। গোয়ার চলচ্চিত্র উৎসব (IFFI Goa) পিছিয়ে গিয়েছে আগামী বছরের জানুয়ারিতে। পিছিয়েছে অস্কার, বাফটাও। এমন পরিস্থিতিতে ৫ নভেম্বর থেকে উৎসব শুরু হওয়ার কথা ছিল। আর তাতেই চিন্তিত হয়ে পড়েছিল বিভিন্ন মহল।
ইতিমধ্যেই করোনার প্রকোপে দুর্গা পুজো মণ্ডপে প্রবেশ করতে পারেনি উৎসবপ্রিয় বাঙালি। কলকাতা হাই কোর্টের নির্দেশে প্যান্ডেলে ঢোকা বারণ ছিল। প্যানডেমিক পরিস্থিতিতে পুজোয় জনতা বাইরে খুব একটা বের হননি। তবে সংক্রমণের হার তাতে কমার লক্ষণ খুব একটা দেখা যায়নি। পুজোর ক’দিন আগে রাজ্যের সিনেমা হলগুলির দরজা খুললেও তাতে দর্শকসংখ্যা ছিল হাতে গোনা। তার মধ্যে আবার বাংলা সিনেমার উজ্জ্বলতম নক্ষত্র সৌমিত্র চট্টোপাধ্যায় বিগত কয়েকদিন ধরে মৃত্যুর সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই কারণেও বিশেষ উদ্বিগ্ন। সব কিছু মিলিয়েই উৎসব পিছানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।