আজ থেকে বন্ধ কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) যাবতীয় কাজকর্ম। শুক্রবার থেকে সোমবার পর্যন্ত কলকাতা হাইকোর্টের বিচার বিভাগীয় ও প্রশাসনিক কাজকর্ম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্প্রতি এই নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। জানা গিয়েছে কলকাতা হাইকোর্টের তিনটি বিল্ডিংকেই সম্পূর্ণভাবে স্যানিটাইজ করার কাজ হবে। তাই চারদিন হাইকোর্টে যাবতীয় কাজকর্ম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্রের খবর, মঙ্গলবার থেকে স্বাভাবিকভাবে কাজকর্ম শুরু হবে হাইকোর্টে।
অন্যদিকে, বৃহস্পতিবার বিকেল পাঁচটা থেকে আলিপুর জজ কোট এলাকাজুড়ে লকডাউন ঘোষিত হয়েছে। রাজ্য সরকারের ঘোষিত তালিকা অনুযায়ী আলিপুর জজ কোর্টের এলাকাটি কনটেইনমেন্ট জোন। তাই স্বাভাবিকভাবেই সেখানে সমস্ত পরিষেবা বন্ধ করে দিয়েছে কলকাতা পুলিশ। সরকারি নির্দেশিকা অনুযায়ী তাই শুক্রবার থেকে সোমবার পর্যন্ত বন্ধ থাকবে আলিপুর জজ কোর্ট।