তথাগত রায়ের জায়গায় মেঘালয় রাজ্যপাল হিসেবে স্থলাভিষিক্ত হতে চলেছেন সত্যপাল মালিক (Satyapal Malik)। তিনি এতদিন পর্যন্ত গোয়ার রাজ্যপাল হিসেবে কার্যভার সামলেছিলেন। এবার রাষ্ট্রপতির নির্দেশে তাকে গোয়ার রাজ্যপালের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে রাজ্যপাল করা হল মেঘালয়ের। মহারাষ্ট্রের রাজ্যপাল ভগবত সিং কোশিয়ারিকে গোয়ার রাজ্যপালের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার সকালে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এই নির্দেশিকা জারি করেন। উল্লেখ করা যেতে পারে, জম্মু ও কাশ্মীরের রাজ্যপালের দায়িত্ব একটা সময় সাফল্যের সঙ্গে সামলেছিলেন সত্যপাল মালিক। তার আমলেই রাজ্য থেকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয় জম্মু ও কাশ্মীর। পাশাপাশি ৩৭০ ধারা বিলুপ্তি মতো ঐতিহাসিক পদক্ষেপ নেওয়া হয় তার আমলে।
2020-08-18