গত কয়েকদিন ধরে এক মার্কিন দৈনিকের রিপোর্টের জেরে ফেসবুকের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে ভারতে। এবার সরাসরি ভারতের ফেসবুকের এক্সিকিউটিভের বিরুদ্ধে দায়ের হল এফআইআর। ধর্মীণ ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগ উঠেছে আঁখি দাস নামে ফেসবুকের ওই আধিকারিকের বিরুদ্ধে।
ছত্তিসগড়ে কবির নগর থানায় এই অভিযোগ দায়ের হয়েছে। সোমবার রাতে এই অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগ করেছেন এক সাংবাদিক আবেশ তিওয়ারি। এমনটাই জানিয়েছেন পুলিশ সুপার অজয় যাদব।
মোট তিনজনের বিরুদ্ধে এফআইআর হয়েছে। যার মধ্যে রয়েছে ফেসবুক এক্সিকিউটিভ আঁখি দাস ও দুই ফেসবুক ব্যবহারকারী রাম সাহু ও বিবেক সিনহা। পুলিশ এই ঘটনার তদন্ত করছে।
ভারতীয় দণ্ডবিধির তিনটি ধারায় মামাল হয়েছে তাদের বিরুদ্ধে।