রাজ্যে ৬০ হাজারের বেশি রোগীকে বিনামূল্যে অ্যাম্বুল্যান্স পরিষেবা দেওয়া হয়েছে: মুখ্যসচিব

 রাজ্যে ৬০ হাজারের বেশি রোগীকে বিনামূল্যে অ্যাম্বুল্যান্স পরিষেবা দেওয়া হয়েছে৷ এছাড়া রাজ্যে চালু আছে টেলিমেডিসিন পরিষেবা৷ সোমবার নবান্ন থেকে জানালেন রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা৷

আগেই রাজ্য সরকার ঘোষণা করেছিল, করোনা রোগীদের বিনামূল্যে অ্যাম্বুল্যান্স পরিষেবা দেওয়া হবে৷ তার জন্য হেল্পলাইন নম্বরও চালু করেছে সরকার৷

সোমবার মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে মুখ্যসচিব রাজীব সিনহা একটি পরিসংখ্যান তুলে ধরে বলেন, রাজ্যে এই পর্যন্ত ৬০ হাজারের বেশি রোগীকে বিনামূল্যে অ্যাম্বুল্যান্স পরিষেবা দেওয়া হয়েছে৷

পাশাপাশি তিনি জানিয়েছেন, করোনা মোকাবিলায় রাজ্যে হাসপাতালে বেডের ঘাটতি নেই৷ রাজ্যে এই মুহুর্তে ১১,৭৭৫ কোভিড বেড রয়েছে। সব বেডেই অক্সিজেনের ব্যবস্থা রয়েছে৷ এছাড়া রাজ্যে দৈনিক করোনা পরীক্ষা ৩৫ হাজার ছাড়িয়েছে৷

আগামী ৭ দিনের মধ্যে রাজ্যের ৮৪টি কোভিড হাসপাতালের তথ্য মিলবে রাজ্যের স্বাস্থ্য দফতরের ওয়েবসাইটে৷ এখানে পশ্চিমবঙ্গের সমস্ত করোনা রোগীদের তথ্য পাওয়া যাবে৷ এই পরিষেবাকে ‘কোভিড পেশেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম’ নাম দেওয়া হয়েছে৷ সোমবার তারই উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

রাজ্যে সেখানে চিকিৎসার ক্ষেত্রেও একটি বড় পদক্ষেপ আগেই নিয়েছে রাজ্য সরকার৷ চিকিৎসার ক্ষেত্রে সমস্যার সমাধান করতে টেলিমেডিসিনের মাধ্যমে বাড়িতেই চিকিৎসা পরিষেবা দিচ্ছে মমতা সরকার৷ জুলাই-অগস্টে মোট টেলি সার্ভিসেসের মাধ্যমে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭২ হাজার ১৫৮ জন৷

করোনা পরিস্থিতিতে রাজ্য সরকার রাজ্যবাসীর পাশে আছে৷ যে কোনও সমস্যায় যোগাযোগ করুন রাজ্য সরকারের হেল্পলাইন নম্বরে৷

করোনা আক্রান্ত রোগীদের জন্য ইতিমধ্যেই কয়েকটি বিশেষ হেল্পলাইন চালু করেছে মমতা সরকার। এই হেল্পলাইন নম্বরগুলিতে ফোন করলে অ্যাম্বুল্যান্স বা টেলিমেডিসিনসহ একাধিক পরিষেবা পাওয়া যাবে৷

একনজরে রাজ্য সরকারের হেল্পলাইন নম্বর

করোনা আক্রান্তদের অ্যাম্বুল্যান্স পরিষেবা সংক্রান্ত হেল্পলাইন নম্বর: ০৩৩-৪০৯০২৯২৯

সার্বিক হেল্পলাইন নম্বর: ১৮০০ ৩১৩ ৪৪৪ ২২২ (দিন-রাত যে কোনও সময় ফোন করলে মিলবে সহযোগিতা)

টেলিমেডিসিন সংক্রান্ত হেল্পলাইন নম্বর: ০৩৩-২৩৫৭৬০০১

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.