আক্রান্ত ছাড়াল ১৯ লক্ষ, ভারতে করোনায় মৃত্যু ৩৯,৭৯৫ জনের

 ভারতে (India)করোনা-(corona)আক্রান্তের সংখ্যা রোজই বাড়ছে! স্বস্তি দিয়ে বাড়ছে সুস্থতার সংখ্যা, একইসঙ্গে অস্বস্তি বাড়িয়ে রোজই বেড়ে চলেছে মৃত্যু-মিছিল। বাড়তে বাড়তে বুধবার সকাল আটটা পর্যন্ত ভারতে করোনা-আক্রান্তের সংখ্যা ১৯ লক্ষের গণ্ডি পেরিয়ে গেল। ভারতে বিগত ২৪ ঘন্টায় (মঙ্গলবার সারাদিনে) নতুন করে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়ে ৮৫৭ জনের মৃত্যু হয়েছে। শেষ ২৪ ঘন্টায় ভারতে নতুন করে সংক্রমিত হয়েছেন ৫২,৫০৯ জন। বুধবার সকাল আটটা পর্যন্ত ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৩৯,৭৯৫ জন এবং সংক্রমিত ১৯,০৮,২৫৫ জন। এখনও পর্যন্ত করোনা-মুক্ত হয়েছেন ১২,৮২,২১৬ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, বুধবার সকাল আটটা পর্যন্ত ভারতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৫ লক্ষ ৮৬ হাজার ২৪৪।
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক বুলেটিনে জানিয়েছে, ৩৮,৭৯৫ জনের মধ্যে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ১২ জনের মৃত্যু হয়েছে, অন্ধ্রপ্রদেশে ১,৬০৪ জনের মৃত্যু হয়েছে, অরুণাচল প্রদেশে ৩ জন, অসমে ১১৫ জন, বিহারে ৩৪৭ জনের, চন্ডীগড়ে ২০ জন, ছত্তিশগড়ে ৬৯ জন, দাদর ও নগর হাভেলি এবং দমন ও দিউতে দু’জনের মৃত্যু হয়েছে, দিল্লিতে মৃত্যু হয়েছে ৪,০৩৩ জনের, গোয়া ৬০ জন, গুজরাটে ২৫৩৩ জনের, হরিয়ানায় ৪৪৮ জনের, হিমাচল প্রদেশে ১৪ জনের, জম্মু-কাশ্মীরে ৪১৭ জনের, ঝাড়খণ্ডে ১২৮ জনের, কর্ণাটকে ২,৭০৪ জন প্রাণ হারিয়েছেন, কেরলে ৮৭ জন, লাদাখে ৭ জন, মধ্যপ্রদেশে ৯১২ জন, মহারাষ্ট্রে ১৬,১৪২ জনের মৃত্যু হয়েছে, মণিপুরে ৭ জন, মেঘালয়ে ৫ জন, নাগাল্যান্ডে ৫ জন, ওডিশায় ২১৬ জনের, পুদুচেরিতে ৫৮ জন, পঞ্জাবে ৪৬২ জন, রাজস্থানে ৭৩২ জনের, সিকিমে একজন, তামিলনাড়ুতে ৪,৩৪৯ জন, তেলেঙ্গানায় ৫৭৬ জন, ত্রিপুরায় ৩০ জন, উত্তরাখণ্ডে ৯৫ জন, উত্তর প্রদেশে ১,৮১৭ জন এবং পশ্চিমবঙ্গে ১,৭৮৫ জন প্রাণ হারিয়েছেন।কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক বুলেটিনে জানিয়েছে, ভারতে এই মুহূর্তে মৃত্যু হয়েছে ২.০৯ শতাংশ মানুষের, সুস্থ হয়েছেন ৬৭.১৯ শতাংশ মানুষ এবং চিকিৎসাধীন ৩০.৭২ শতাংশ মানুষ। কোভিড-১৯ ভাইরাসকে পরাজিত করতে ভারতে দ্রুততার সঙ্গে বেড়েই চলেছে করোনা-পরীক্ষা। ৪ আগস্ট পর্যন্ত ভারতে মোট ২,১৪,৮৪,৪০২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। বুধবার সকালে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, শুধুমাত্র ৪ আগস্ট ৬,১৯,৬৫২টি স্যাম্পেল টেস্ট করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.