আগামীকাল বুধবার অযোধ্যায় রয়েছে রাম মন্দির নির্মাণের ভূমি পুজো ও শিলান্যাস অনুষ্ঠান। এই অনুষ্ঠানকে ঘিরে পুরো অযোধ্যা জুড়ে নিরাপত্তা বলয় আঁটোসাঁটো করা হয়েছে। ৫ আগস্ট পর্যন্ত বহিরাগতদের প্রবেশের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের সচিত্র পরিচয় পত্র নিয়ে বাড়ির বাইরে যেতে হবে বলে জানিয়েছে প্রশাসন।
যেহেতু এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাই পুরো নিরাপত্তার দায়িত্বে রয়েছে স্পেশাল প্রোটেকশন গ্রুপ বা এসপিজি (SPG)। করোনা রিপোর্ট নেগেটিভ এরকম এসপিজি কর্মীদের এদিন প্রধানমন্ত্রীর নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে।
এ প্রসঙ্গে রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রাই জানান, স্থানীয় বাসিন্দাদের সঙ্গে পরিচয় পত্র রাখার অনুরোধ করা হয়েছে। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী অংশগ্রহণ করবেন তাই কঠোর নিরাপত্তা ব্যবস্থা রয়েছে সর্বত্র। যানবাহন চলাচলের ওপরও বেশ কিছু নিষেধাজ্ঞা রয়েছে। যাঁরা এই অনুষ্ঠানে গাড়ি নিয়ে আসবেন নির্দিষ্ট জায়গায় তা রাখার ব্যবস্থা করা হয়েছে।
একইসঙ্গে তিনি বলেন, সমস্ত আমন্ত্রিতদের সকাল সাড়ে দশটার মধ্যে প্রবেশ করা বাধ্যতামূলক। আমন্ত্রিত অতিথিদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসার দু’ঘণ্টা আগে অনুষ্ঠানে অংশগ্রহণ করতে বলা হয়েছে।
নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে অযোধ্যার পুলিশ সুপার জানান, কোভিড-১৯ নিয়মাবলী মেনে রাম মন্দিরের প্রতিষ্ঠাতা দিবস উপলক্ষে অযোধ্যার সর্বত্র কড়া নিরাপত্তা ব্যবস্থা জারি করা হয়েছে। একসঙ্গে ৫ জনের বেশি জমায়েত না করার অনুরোধ জানানো হয়েছে অযোধ্যার বাসিন্দাদের। যান চলাচল স্বাভাবিক রাখতে ১২টি জায়গায় রুট পরিবর্তন করা হয়েছে।
প্রসঙ্গত, রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে ৯টি পাথর বসানো হবে। এই পাথরগুলো ১৯৮৯-৯০ সালে রাম মন্দির আন্দোলনের সঙ্গে জড়িত। ৯টি পাথরের মধ্যে ১টি গর্ভগৃহে রাখা হবে এবং বাকি ৮টিকে মানচিত্র অনুসারে পবিত্র স্থানে মন্দির নির্মাণের কাজে ব্যবহৃত করা হবে।