স্বাধীনতা সংগ্রামী বাল গঙ্গাধর তিলকের জীবনাদর্শ নিয়ে অধ্যয়ন করুন, তবেই জীবনের বহু সমস্যার সমাধান করতে পারবেন। যুব সমাজের প্রতি এই অনুরোধ রেখেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার স্বাধীনতা সংগ্রামী বাল গঙ্গাধর তিলকের ১০০ তম মৃত্যুবার্ষিকীতে, তিলককে শ্রদ্ধা জানিয়ে অমিত শাহ বলেন, ‘১০০ বছর আগে এই দিনই একজন মহান আত্মাকে আমরা হারিয়েছি। সমগ্র দেশবাসীর পক্ষ থেকে আমি তাঁকে প্রণাম জানাচ্ছি।’
ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশন-এর উদ্যোগে শনিবার ‘লোকমান্য তিলক : স্বরাজ টু আত্মনির্ভর ভারত’ ওয়েবিনারের আয়োজন করা হয়। সেখানে তিলককে প্রণাম জানানোর পর স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের যুব সমাজের প্রতি আমার অনুরোধ, আপনারা যদি দেশ এবং দেশের ইতিহাস সম্পর্কে কিছু জানতে চান, তাহলে তিলক মহারাজজি সম্পর্কে অবশ্যই পড়াশোনা করুন। বাল গঙ্গাধর তিলক শহিদ হওয়ার পর ১০০ বছর হয়ে গিয়েছে, অথচ এখনও তাঁর ব্যক্তিত্ব, কাজ ও চিন্তাধারা প্রাসঙ্গিক। অমিত শাহ আরও বলেন, স্বরাজ আমার জন্মগত অধিকার এবং আমি তা অর্জন করবই।